করোনাকালে বাড়তি ১০ টি বোনাস দিল পিএইচপি ফ্যামিলি

করোনাকালে বাড়তি ১০ টি বোনাস দিল পিএইচপি ফ্যামিলি
করোনাকালে অনেক প্রতিষ্ঠান কর্মীদের বেতন-ভাতা কমিয়ে দিয়েছে। ব্যয়সংকোচনের অংশ হিসেবে কর্মী ছাঁটাইও করেছে অনেক প্রতিষ্ঠান। এ ক্ষেত্রে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে চট্টগ্রামের ‌‌পিএইচপি ফ্যামিলি নামের শিল্পগ্রুপ। শিল্পগ্রুপটি তাদের ২৭টি প্রতিষ্ঠানের প্রায় ১০ হাজার কর্মীকে এ বছর নিয়মিত বোনাসের বাইরে ১০টি বাড়তি বোনাস দিয়েছে।

সব মিলিয়ে এ বছর মূল বেতনের সমপরিমাণ ১২টি বোনাস পাচ্ছেন ‌‌পিএইচপি ফ্যামিলির কর্মীরা। এর মধ্যে ১১টি বোনাস হাতে পেয়েছেন তাঁরা। বাকি বোনাসটি আগামী ঈদুল আজহায় দেওয়া হবে।

শনিবার (৮ মে) পিএইচপি ফ্যামিলির পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ গণমাধ্যমে বলেন, ‘পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যানের (সুফী মোহাম্মদ মিজানুর রহমান) এই উদ্যোগে আমরা সবাই একমত হই। কর্মীরা যদি ভালো থাকেন তাহলে প্রতিষ্ঠান ভালো থাকবে। করোনার দুঃসময়ে কর্মীদের পাশে থাকার জন্য এই বোনাস দেওয়া।’

পিএইচপি ফ্যামিলির দুজন কর্মী বলেন, গত বছর করোনার সময় তাঁরা ছয়টি বোনাস পেয়েছেন। এবার প্রায় দ্বিগুণ বোনাস পেয়েছেন। করোনাকালে একসঙ্গে এতগুলো বোনাস কাজের ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেন তাঁরা।

পিএইচপি ফ্যামিলির একজন পরিচালক গণমাধ্যমে জানান, প্রতি মাসে কর্মীদের বেতন-ভাতা বাবদ তাঁদের ব্যয় সাড়ে ১৪ কোটি টাকা। গাড়ি সংযোজন, মোটরসাইকেল, ইস্পাত, টেক্সটাইল, ফ্লোট গ্লাস, কৃষি, বিদ্যুৎসহ বহু খাতে ব্যবসা রয়েছে শিল্পগোষ্ঠীটির।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন