করোনাভাইরাস নিয়ে তর্ক, একজন নিহত

করোনাভাইরাস নিয়ে তর্ক, একজন নিহত
নভেল করোনাভাইরাস নিয়ে তর্কের জেরে দুই পক্ষের সংঘর্ষে রাজবাড়ীতে একজন নিহত হয়েছেন।

শনিবার সকালে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামের এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে বলে রাজবাড়ীর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানিয়েছেন।

নিহত লাবলু মোল্লা (৪৮) পেশায় কৃষক। ওই গ্রামের আকিল মোল্লার ছেলে তিনি।

গত বুধবার ভবদিয়া এলাকায় এক চায়ের দোকানে আড্ডায় স্থানীয়দের মধ্যে তর্ক বাধে।

এলাকাবাসী জানান, সেই তর্কের জেরে শনিবার সকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষ ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় লাবলুসহ কয়েজন আহত হন। তাদের রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলেও লাবলু মারা যান। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

রাজবাড়ী থানার ওসি স্বপন বলেন, করোনাভাইরাস নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে এই সংঘর্ষ বাধে। সংঘর্ষে একজন নিহত হন। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেঁয়াজের দামে শঙ্কায় কৃষক, ক্ষুব্ধ ক্রেতা
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি বন্ধ
তিনদিন সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ
চিটাগাং সিনিয়রস ক্লাবের নতুন প্রেসিডেন্ট বাবলু
স্থলবন্দর এলাকায় মর্টারশেল, ধ্বংস করলো সেনাবাহিনী
রংপুরের তারাগঞ্জ সভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ময়মনসিংহে মালবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪
এক জালে ১৫৯ পোপা মাছ, দাম হাঁকছেন ২ কোটি
রেললাইনের ক্লিপ খুলে নিলো দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা