ভারতে ৮ সিংহের করোনা শনাক্ত

ভারতে ৮ সিংহের করোনা শনাক্ত
করোনা থাবা থেকে বাদ গেল না বনের রাজাও। এবার ভারতের হায়দরাবাদের নেহরু জুওলজিকাল পার্কের ৮টি সিংহের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। ভারতে এই প্রথম চিড়িয়াখানার প্রাণী করোনায় আক্রান্ত হল।

দেশটিরি গণমাধ্যম হিন্দুস্থান টাইমস জানায়, গেল মাসে হঠাৎ জ্বর আসে সিংহগুলির। তার সাথে খাওয়া-দাওয়ায় অরুচি। এরপরেই সন্দেহ হয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের। তারাতারি করে তাদের করোনা পরিক্ষার ব্যবস্থা করা হয়। সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজির পক্ষ হতে সিংহগুলির নমুনা সংগ্রহ করা হয়। আরটি-পিসিআর পরিক্ষার পর রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গিয়েছে।

এ বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তবে জিন সিকোয়েন্সিং করে ভাইরাসের স্ট্রেন বিশ্লেষণ করাই এখন মূল লক্ষ্য। ঠিক কীভাবে সংক্রমণ হল, তাহলেই তা জানা যাবে। এর দু’দিন আগেই করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে চিড়িয়াখানা সাধারণের জন্য বন্ধ করা হয়। ফলে বাইরের মানুষের থেকে সংক্রমিত হওয়ার আশঙ্কা কম। তবে, সিংহদের কেয়ারটেকারের মাধ্যমেও এমনটা হওয়ার আশঙ্কা করছেন অনেকে।

এর আগে গেল বছর এপ্রিলে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রঙ্কস-এর চিড়িয়াখানায় মোট ৮টি বাঘ ও সিংহ করোনা পজিটিভ হয়। যদিও অন্যান্য প্রাণীদের মধ্যে করোনার কোনও লক্ষণের খোঁজ মেলেনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া