উহানে ২৪ ঘণ্টায় একজনও আক্রান্ত হয়নি

উহানে ২৪ ঘণ্টায় একজনও আক্রান্ত হয়নি
চীন আজ (বৃহস্পতিবার) প্রথমবারের মতো জানিয়েছে, দেশটির হুবেই প্রদেশের উহান শহরে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন ঘোষণা করেছে, এই প্রাণঘাতী ভাইরাস উৎপাদনের কেন্দ্র উহান শহরে আজ নতুন করে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি।

বিশ্বের অন্যান্য দেশে যখন এই রোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে তখন এ আশাব্যাঞ্জক খবর জানাল বেইজিং।

তবে আজ বিদেশ থেকে চীন ভ্রমণ করতে যাওয়া ৩৪ ব্যক্তির শরীরে কোভিড-১৯ রোগ ধরা পড়েছে। এসব মানুষের বেশিরভাগ স্পেন ও ব্রিটেন থেকে চীন সফরে গেছে বলে ওই কমিশন জানিয়েছে।

এ ছাড়া, চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও রেকর্ড সংখ্যায় নেমে এসেছে। আজ মাত্র আটজনের মৃত্যুর কথা জানিয়েছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন। এর ফলে দেশটিতে এ রোগে এ পর্যন্ত তিন হাজার ২৪৫ জনের মৃত্যু হলো।

চীনে এ পর্যন্ত ৮০ হাজার ৯২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যাদের মধ্যে ৭০ হাজার ৪২০ ব্যক্তি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে গেছেন।

২০১৯ সালের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাসের প্রকোপ দেখা দেয়। বর্তমানে চীনের ৩০টি প্রদেশের পাশাপাশি বিশ্বের ১৬৫টি দেশে এই প্রাণঘাতী রোগ ছড়িয়ে পড়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া