সরকারিভাবে নির্ধারণ হবে বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি ফি

সরকারিভাবে নির্ধারণ হবে বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি ফি
বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজে শিক্ষার্থীর ভর্তি ফি নির্ধারণ করবে সরকার।এ ছাড়াও প্রতি ১০ জন শিক্ষার্থীর জন্য অন্তত একজন শিক্ষক থাকতে হবে। এমন বিধান রেখে বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২১-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (৩ মে) মন্ত্রিসভা বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি।

সাংবাদিকদের মন্ত্রিপরিষদ সচিব জানান, গত বছরের ২৯ সেপ্টেম্বর বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইনটির নীতিগত অনুমোদন দেয়া হয়।

‘প্রস্তাবিত মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজে অন্যূন ৫০ জন শিক্ষার্থীর আসন থাকতে হবে। মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে মেডিক্যাল কলেজের নামে অন্যূন দুই একর এবং ডেন্টাল কলেজের নামে অন্যূন এক একর এবং অন্যান্য এলাকার ক্ষেত্রে যথাক্রমে চার একর ও দুই একর জমি থাকতে হবে।’

খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, মেডিক্যাল কলেজ কার্যক্রমের জন্য অন্তত এক লাখ বর্গফুট ও হাসপাতাল পরিচালনার জন্য এক লাখ বর্গফুট ফ্লোর স্পেসসহ অবকাঠামো থাকতে হবে। আর ডেন্টাল কলেজের জন্য ৫০ হাজার বর্গফুট এবং হাসপাতালের জন্য অন্তত ৫০ হাজার বর্গফুট স্পেসসহ অবকাঠামো থাকতে হবে।

এ ছাড়া কলেজের কোনো বিভাগের খণ্ডকালীন শিক্ষকের সংখ্যা সংশ্লিষ্ট বিভাগের অনুমোদিত পদের শতকরা ২৫ ভাগের বেশি হতে পারবেনা বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, ৫ শতাংশ আসন অসচ্ছ্বল মেধাবী শিক্ষার্থীদের জন্য সরক্ষিত রাখতে হবে।

কলেজ কর্তৃপক্ষকে ‘চিকিৎসা বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা, ২০০৮ সহ এ বিষয়ক প্রচলিত বিধি বিধান মেনে চলতে হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, এই আইন লঙ্ঘনকারীকে কমপক্ষে দুই বছরের কারাদণ্ড বা অনধিক ১০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

সচিব জানান, মেডিকেল কলেজের নামে তিন কোটি এবং ডেন্টাল কলেজের নামে দুই কোটি টাকা যেকোনো তফশিলি ব্যাংকে সংরক্ষিত তহবিল হিসাবে জমা রাখতে হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি