এডিবির বার্ষিক সভা শুরু আজ

এডিবির বার্ষিক সভা শুরু আজ
উন্নয়ন সহযোগী এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ৫৪তম বার্ষিক সভা সোমবার (৩ মে) শুরু হচ্ছে। অনলাইনে আয়োজিত এ সভা চলবে ৫ মে পর্যন্ত। করোনার কারণে গতবারও এডিবির বার্ষিক সভা হয়েছিল অনলাইনে। এবারের বার্ষিক সভায় করোনা–পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রমকেই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে।

সোমবার (৩ মে) শুরু হওয়া সভার উদ্বোধন করবেন এডিবির প্রেসিডেন্ট মাসাতসোগো আসাকাওয়া। এ ছাড়া বিভিন্ন দেশের মন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সভায় অংশ নেবেন।

এবার তিন দিনব্যাপী সভায় বিভিন্ন দেশের প্রতিনিধিরা অনলাইনে বিভিন্ন সেমিনার ও আলোচনা সভায় যুক্ত হবেন। তিন দিনে ২৩টি অধিবেশন অনুষ্ঠিত হবে। এসব অধিবেশনে করোনা–পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার, করোনাকালে নারীর সুরক্ষা, পরিবেশবান্ধব উন্নয়ন, ডিজিটাল রূপান্তর, জ্বালানি নীতি—এসব বিষয়ে আলোচনা হবে।

বাংলাদেশের জন্য এবারের বার্ষিক সাধারণটি সভা বেশ গুরুত্বপূর্ণ। কারণ, করোনার টিকা কিনতে এডিবি থেকে ৯৪ কোটি ডলার পাওয়ার সিদ্ধান্ত হতে পারে এবারের সভায়। টাকার অঙ্কে যার পরিমাণ প্রায় আট হাজার কোটি টাকা। এই অর্থ পাওয়া গেলে টিকা কেনায় কোনো দাতা সংস্থার কাছ থেকে এটিই হবে সর্বোচ্চ অর্থপ্রাপ্তি। ইতিমধ্যে এই অর্থ পাওয়া নিয়ে আলোচনা চলছে।

বার্ষিক সভায় বাংলাদেশের টিকার অর্থ পাওয়ার বিষয়ে সিদ্ধান্ত না হলেও কোন দেশ কীভাবে পেতে পারে, কোথায় খরচ করার প্রয়োজন—এসব নিয়ে আলোচনা হবে।

এবারের বৈঠকে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমানে ইউএস স্পেশাল প্রেসিডেনশিয়াল এনভয় ফর ক্লাইমেট জন কেরি একটি কর্ম–অধিবেশনে অংশ নেওয়ার কথা রয়েছে। বার্ষিক সভায় বাংলাদেশের টিকার অর্থ পাওয়ার বিষয়ে সিদ্ধান্ত না হলেও কোন দেশ কীভাবে পেতে পারে, কোথায় খরচ করার প্রয়োজন—এসব নিয়ে আলোচনা হবে। এবারের বৈঠকে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমানে ইউএস স্পেশাল প্রেসিডেনশিয়াল এনভয় ফর ক্লাইমেট জন কেরি একটি কর্ম–অধিবেশনে অংশ নেওয়ার কথা রয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া