করোনায় মারা গেলেন অভিনেতা বিক্রমজিৎ

করোনায় মারা গেলেন অভিনেতা বিক্রমজিৎ
হিন্দি সিনেমা ও সিরিয়ালের অতি পরিচিত মুখ বিক্রমজিৎ কনওয়ারপাল (৫৫) আর নেই। করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার (৩০ এপ্রিল) তিনি মারা গেছেন। বহু সিনেমা এবং টেলিভিশন সিরিয়ালে পার্শ্ব-চরিত্রে অভিনয় করেছেন বিক্রমজিৎ। এছাড়া তিনি ছিলেন একজন অবসরপ্রাপ্ত সেনা অফিসার।

সম্প্রতি অনিল কাপুরের সঙ্গে ‘২৪’-এ অভিনয় করেছিলেন এই অভিনেতা। করোনায় আক্রান্ত হয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই তার মৃত্যু হয়।

অভিনেতা রোহিত রায় প্রথম টুইট করে বিক্রমজিতের চলে যাওয়ার খবর জানান। তিনি লেখেন, ‘এবং আমরা আরও একজনকে হারালাম… সবচেয়ে হাসিখুশি, সভ্য, ইতিবাচক চিন্তাভাবনার সদাহাস্য মানুষটা চলে গেল। তোমার আত্মার শান্তি কামনা করি।’

পরিচালক অশোক পণ্ডিত তার টুইটারে লিখেছেন, ‘অভিনেতা মেজর বিক্রমজিৎ কনওয়ারপালের মৃত্যুর খবর পেলাম আজ সকালে। খুবই খারাপ লাগছে। একজন অবসরপ্রাপ্ত এই সেনা অফিসার কাজ করেছেন বহু হিন্দি সিনেমা ও সিরিয়ালে। তার পরিবার ও নিকট আত্মীয়দের জন্য গভীর সমবেদনা।’

বিক্রমজিতের ভারতের হিমাচল প্রদেশে জন্মগ্রহণ করেন। ২০০২ সালে সেনাবাহিনী থেকে মেজর হিসেবে অবসর নেন তিনি। ২০০৩ সালে, অভিনেতা হওয়ার শৈশব-স্বপ্ন পূরণের জন্য বলিউডে কাজ করা শুরু করেন। তারপর থেকে বহু ধারাবাহিক ও ছবিতে অভিনয় করেছেন।

‘স্পেশ্যাল ওপিএস’, ‘ইল্লিগাল জাস্টিস’, ‘আউট অফ অর্ডার’-এর মতো সিরিজে কাজ করেছিলেন বিক্রমজিৎ। ২০২০-র লকডাউনে ইউটিউবে ভিডিও শেয়ার করে সকল দেশবাসীকে ঘরে থাকার আহ্বান জানিয়েছিলেন এই অভিনেতা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

অল্পতেই সব শিখে যায় পদ্ম
২১ কোটির ‘অপারেশন জ্যাকপট’ শুরু ২৯ ডিসেম্বর
বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ১০ তারকা
২০০ কোটির ঘরে ‘ডাঙ্কি’
কাটা পড়লো অ্যানিমেলের ‘আপত্তিকর’ ২৭ মিনিট
‘পুলসিরাত’র জন্য দোয়া চান বুবলী
শীতে গলাব্যথা থেকে মুক্তির ঘরোয়া উপায়
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টিভিতে আবারও শুরু হচ্ছে সিসিমপুর
বিটিভি চট্টগ্রাম কেন্দ্রকে আরো আধুনিক করা হবে