ভারতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে টি-২০ বিশ্বকাপ আরব আমিরাতে

ভারতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে টি-২০ বিশ্বকাপ আরব আমিরাতে
করোনার দ্বিতীয় ঢেউয়ের আবহে টি-২০ বিশ্বকাপ নিয়ে বড়সড় ভাবনার কথা ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে ২০২১ টি-২০ বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করার সিদ্ধান্ত নিল সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন বোর্ড। এক্ষেত্রে আয়োজক হিসেবে বিসিসিআই’য়ের হাতেই দায়িত্ব থাকবে কেবল ভেন্যুর পরিবর্তন হবে।

চলতি মাসেই ভারতের হাতে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব বহাল রেখে বিকল্প পরিকল্পনা ছকে রাখার নির্দেশ দিয়েছিল আইসিসি। যদিও ভেন্যু পরিবর্তন করার ব্যাপারে সুস্পষ্ট কোনও নির্দেশ তারা দেয়নি। হাতে এখনও যথেষ্ট সময় থাকায় বিসিসিআই-ও দেশেই বিশ্বকাপ আয়োজন করতে বদ্ধপরিকর। কিন্তু নিতান্তই যদি দেশজুড়ে কোভিড সংক্রান্ত বিভিন্ন বিধিনিষেধ তখনও আরোপ থাকে, সেক্ষেত্রে বিকল্প ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতে ম্যাচ আয়োজনের দায়িত্ব সঁপে দেবে সৌরভের বোর্ড।

উল্লেখ্য, আগামী ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর ভারতের অনুষ্ঠিত হওয়ার কথা টি-২০ বিশ্বকাপ। আমিরশাহিতে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের ভাবনা প্রসঙ্গে টুর্নামেন্ট ডিরেক্টর তথা বিসিসিআই জেনারেল ম্যানেজার ধীরজ মালহোত্রা জানিয়েছেন, ‘কী হবে সেটা এখনই বলা সম্ভব নয়। তবে বিকল্প ভাবনা হিসেবে ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরাতে সরে যাওয়ার পরিকল্পনা ছকে রাখা হয়েছে। সেক্ষেত্রে বিশ্বকাপ আয়োজনের স্বত্ত্ব বিসিসিআই’য়ের হাতেই থাকছে।’

এপ্রিলের শুরুতে আইসিসি’র মুখ্য আধিকারিক জিওফ অ্যালার্ডাইস বিকল্প ভাবনায় সিলমোহর না দিতে বললেও অবশ্যই বিকল্প ভাবনা ভেবে রাখতে বলেছিলেন। অ্যালার্ডাইস জানিয়েছিলেন, ‘আমরা এব্যাপারে বিসিসিআই’য়ের সঙ্গে যোগাযোগ রাখছি। কিন্তু বিকল্প যে পরিকল্পনার কথা বলা হচ্ছে সেটা প্রয়োজনে সঠিক সময়েই সিলমোহর দেওয়া হবে। আমরা এই মুহূর্তে বিকল্প পরিকল্পনা ঘোষণার জায়গায় নেই। আমাদের হাতে এখনও বেশ কিছু মাস রয়েছে। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি।’

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতবর্ষে চলতি আইপিএল ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। বিভিন্ন মহল থেকে আইপিএল বন্ধের দাবি উঠলেও বিসিসিআই আইপিএলে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফেদের কথা মাথায় রেখে সম্প্রতি আইপিএলের জৈব নিরাপত্তা বেষ্টনী আরও কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়