করোনায় এক মাসে ২১ চিকিৎসকের মৃত্যু

করোনায় এক মাসে ২১ চিকিৎসকের মৃত্যু
চলতি (এপ্রিল) মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২১ জন চিকিৎসক মারা গেছেন। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ১৫২ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

সর্বশেষ মঙ্গলবার (২৭ এপ্রিল) চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন বক্ষব্যাধি বিশেষজ্ঞ মো. আবদুল ওহাব তরফদার। তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি যশোরের একতা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের চেয়ারম্যান ছিলেন।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) জানিয়েছে, আবদুল ওহাব তরফদার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বিএমএর তথ্য অনুযায়ী, গত বছরের ১৫ এপ্রিল দেশে করোনায় প্রথম চিকিৎসকের মৃত্যু হয়েছিল। জুনে করোনাভাইরাসের সংক্রমণে মারা যান ৪৫ জন চিকিৎসক। সেপ্টেম্বরের পর থেকে চিকিৎসকদের মৃত্যুর হার অবশ্য কিছুটা কমে। তবে চলতি বছরের এপ্রিলে আবার তা বেড়ে যায়।

বিএমএর তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারিতে করোনায় আক্রান্ত হয়ে মারা যান চারজন চিকিৎসক। ফেব্রুয়ারিতে মারা যান একজন। মার্চে মারা যান তিনজন।

বিএমএর তথ্য বলছে, গত বছরের মার্চ থেকে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) পর্যন্ত দেশে ২ হাজার ৯১১ জন চিকিৎসক করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। একই সময়ে ২ হাজার নার্স ও ৩ হাজার ২৯৬ জন স্বাস্থ্যকর্মী করোনায় সংক্রমিত হয়েছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু