কাল থেকে ধান, ৭ মে থেকে চাল কিনবে সরকার

কাল থেকে ধান, ৭ মে থেকে চাল কিনবে সরকার
চলতি বোরো মৌসুমে সাড়ে ছয় লাখ টন ধান ও সাড়ে ১১ লাখ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনা হবে ২৭ টাকা কেজি দরে। আর মিলারদের কাছ থেকে কেজিপ্রতি ৪০ টাকায় সিদ্ধ ও ৩৯ টাকায় আতপ চাল কেনা হবে।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গতকাল (সোমবার) গণমাধ্যমকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

গত বছর বোরো মৌসুমে কেজিপ্রতি ২৬ টাকায় ধান, ৩৭ টাকায় সিদ্ধ চাল ও ৩৬ টাকায় আতপ চাল কেনার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। ধানের দাম গত বছরের চেয়ে কৃষকরা এক টাকা বেশি পাবেন এবার। আর চাল সরবরাহকারী ব্যবসায়ীরা প্রতি কেজি চালে বাড়তি পাবেন তিন টাকা।

ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে গতকাল খাদ্যমন্ত্রী বলেন, ‘আমরা বোরো মৌসুমে কৃষকদের ধানের ন্যায্য মূল্য দেওয়ার বিষয়টিকে গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছি। আগামী বুধবার (আগামীকাল) থেকে ধান এবং ৭ মে থেকে চাল কেনা শুরু হবে। সরকারি সংগ্রহের ক্ষেত্রে চালের গুণগত মানের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। মান বজায় রেখে চাল কেনার জন্য মাঠ পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে।’

সরকার লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করে তাঁদের কাছ থেকে ধান কিনে থাকে। কিন্তু কৃষকরা সচেতন না থাকায় সরকারের এই উদ্যোগ অনেক সময় ঠিকমতো বাস্তবায়িত হয় না। এ বিষয়ে সংবাদ সম্মেলনে খাদ্যসচিব নাজমানারা খানুম বলেন, ‘কৃষক যেন তাঁর লটারির স্লিপ আরেকজনের কাছে বিক্রি না করেন। বিক্রি করলে সে ক্ষেত্রে মধ্যস্বত্বভোগী ঢুকে পড়তে পারে। এ জন্য বিষয়টি আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। কৃষক লটারিতে জয়ী হয়ে যেন কারো কাছে না যান।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ভরা মৌসুমে সবজির চড়া দাম
বগুড়ায় রেকর্ড পরিমাণ সরিষার চাষ
এবার রেকর্ড পরিমাণ ডিম ছেড়েছে মা ইলিশ
১০৫ কোটি টাকার খেজুর গুড় উৎপাদনের লক্ষ্য নাটোরে
বাসার ছাদে সবজি চাষের সহজ পদ্ধতি
প্রাণিসম্পদ খাতে বিনিয়োগের জন্য সরকারের নীতি অনেক সহায়ক
মুনাফা লোভীদের কারণে ইলিশের দাম বেশি
কৃষিকাজে সামাজিক মর্যাদা বেড়েছে
বাংলাদেশের মৎস্য খাতে বিনিয়োগ করতে চায় জাপান
এক কাতলা মাছের দাম ৩৮ হাজার টাকা