রাতে সাকিবের কলকাতার মুখোমুখি হচ্ছে মোস্তাফিজ

রাতে সাকিবের কলকাতার মুখোমুখি হচ্ছে মোস্তাফিজ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শনিবার (২৪ এপ্রিল) রাতে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্স। মুম্বাইয়ে বাংলাদেশ সময় রাত ৮টায় দুই দল মুখোমুখি হবে।

কলকাতার হয়ে এবারের আইপিএলে খেলছেন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান রয়েছেন রাজস্থানে। তবে দুজনকে একই ম্যাচে দেখার সম্ভাবনা খুবই কম। কলকাতার হয়ে সাকিব শুরু থেকে খেলেছিলেন এই আইপিএলে। তিন ম্যাচে সাকিবের থেকে ভালো পারফর্ম না পাওয়ায় তাকে গত ম্যাচে বাদ দেয় কলকাতা।

অন্যদিকে মোস্তাফিজ রাজস্থানের হয়ে প্রতি ম্যাচেই খেলছেন। কিন্তু শেষ ম্যাচে তিনি ছিলেন বিবর্ণ। আজ তার সুযোগও হবে। তবে সাকিবের সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ফলে দুই বাংলাদেশিকে একত্রে দেখার সম্ভাবনা তেমন নেই।

দুই দল নিজেদের শেষ ম্যাচ হেরেছে। কলকাতা হেরেছে চেন্নাই সুপার কিংসের কাছে। রাজস্থানকে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। জয়ে ফিরতে মরিয়া দুই দলই। সেজন্য মাঠে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে সেই আভাস পাওয়া যাচ্ছে।

কলকাতা দলে আজ পরিবর্তন আসতে পারে। ওপেনিংয়ে শুভমান গিলের জায়গায় সুনীল নারিন আসতে পারেন। গিলের পরিবর্তে ইনিংসের মিডল অর্ডারের শক্তি বাড়াতে চায় কালকাতা। সবশেষ ৩ ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে ম্যাচ হেরেছে শাখরুখ খানের দল। ৪ ম্যাচে ১ জয়ে তাদের পয়েন্ট মাত্র ২।

অন্যদিকে রাজস্থানেরও ৪ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট। প্লে’ অফের লড়াইয়ে টিকে থাকতে হলে দুই দলকেই ওয়াংখেড়েতে ঘুরে দাঁড়াতে হবে। নয়তো সামনে কঠিন পরীক্ষা দিতে হবে।

মোস্তাফিজ শেষ ম্যাচে ৩.৩ ওভারে ৩৪ রানে ছিলেন উইকেটশূন্য। অবশ্য শেষ ম্যাচে রাজস্থানের বোলিং আক্রমণ ছিল নিষ্প্রভ। তাদের দেওয়া ১৭৮ রানের লক্ষ্য বেঙ্গালুরু ছুঁয়ে ফেলে ১০ উইকেট হাতে রেখে। ৪ ম্যাচে ৯.৩৫ ইকোনমিতে ৩ উইকেট নেওয়া মোস্তাফিজ আজ স্বরূপে ফিরতে পারে কিনা সেটাই দেখার। আর সুযোগ পেলে সাকিব নিজেকে মেলে ধরতে পারেন কিনা সেটাও বিরাট প্রশ্ন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়