মাস্ক পরিবহনের জন্য মুভমেন্ট পাস নিয়ে হেরোইন পাচার

মাস্ক পরিবহনের জন্য মুভমেন্ট পাস নিয়ে হেরোইন পাচার
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার। এ সময়ে মুভমেন্ট পাস নিয়ে জরুরি কাজে ঘরে বাইরে বের হওয়ারও সুযোগ দেওয়া হয়েছে। এ সুযোগের অপব্যবহার করছেন অনেকেই। মাস্ক, স্যানিটাইজার পরিবহনের জন্য মুভমেন্ট পাস নিয়ে হেরোইন ব্যবসা করছে এমন অভিযোগে রাজধানী থেকে একজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

ওই মাদক ব্যবসায়ীর নাম মো. সৌমিক আহমেদ সিদ্দিকী (৪২)। বুধবার (২১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন টাউনহল মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-২ এর একটি দল। এ সময় তার কাছে থাকা ৩২০ গ্রাম হেরোইন উদ্ধার ও মাদক পরিবহনে প্রাইভেটকার জব্দ করা হয়।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন জানান, র‌্যাব-২ এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, মাদক ব্যবসায়ীদের একটি চক্রের কতিপয় সদস্য মাদকের একটি বড় চালান নিয়ে সীমান্ত এলাকা থেকে রাজধানীর মোহাম্মদপুর এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে হস্তান্তরের উদ্দেশে আসছেন।

ওই তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ মাদক চালানটি আটক করার জন্য গোয়েন্দা নজরদারি শুরু করে এবং চালানটির গতিবিধি অনুসরণ করতে থাকে। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে র‌্যাব-২ এর আভিযানিক দল রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানাধীন টাউনহল মার্কেটের সামনে পাকা রাস্তার উপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে হেরোইনসহ সৌমিক আহম্মেদ সিদ্দিকী নামের ওই আন্তঃজেলা মাদক কারবারি চক্রের সদস্যকে গ্রেফতার করে।

প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায়, বর্তমানে করোনা পরিস্থিতিতে মাস্কের ও স্যানিটাইজারের ব্যাপক চাহিদা থাকায় মাস্ক/স্যানিটাইজার সাপ্লাইয়ের নামে মুভমেন্ট পাস নিয়ে এর অন্তরালে সে দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক বহন ও রাজধানীর বিভিন্ন মাদক কারবারিদের কাছে হস্তান্তর করে আসছিলেন।

তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক কিনে সুকৌশলে ঢাকায় নিয়ে এসে সরবরাহ ও বিক্রয় করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, দেশে করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকায় সরকার ঘোষিত সর্বাত্মক বিধিনিষেধ আগামী ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে এটি তৃতীয় ধাপের বিধিনিষেধ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়