১২ কার্যদিবসে ৪৪ হাজার কোটি টাকা বাজার মূলধন হারালো ডিএসই

শেয়ারবাজারে ধারাবাহিক পতনের ফলে শেষ বারো কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বাজার মূলধন হারিয়েছে ৪৪ হাজার কোটি টাকা।

একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) বাজার মূলধন ৪২ হাজার কোটি টাকা হারিয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষ কার্যদিবস ডিএসইর বাজার মূলধন ছিল ৩ লাখ ৪২ হাজার ৯৮৩ কোটি ১৮ লাখ টাকায়।

মার্চ মাসের ১৬ তারিখ পর্যন্ত ডিএসইতে ১২ কার্যদিবস লেনদেন হয়েছে। আর এই ১২ কার্যদিবসে বাজার মূলধন ৪৪ হাজার ৯০ কোটি ৭ হাজার ২০০ টাকা বা ১২.৮৫ শতাংশ কমে ১৬ মার্চ দাঁড়িয়েছে ২ লাখ ৯৮ হাজার ৮৯৩ কোটি ১০ লাখ ৯৮ হাজার টাকায়।

অর্থাৎ এই ১২ কার্যদিবসের প্রতি কার্যদিবসে বাজার মূলধন ৩ হাজার ৬৭৪ কোটি ১৭ লাখ ২৫ হাজার ১৬৬ টাকা করে কমেছে।

একই সময়ে সিএসইতে বাজার মূলধন ৪২ হাজার ৯১ কোটি ৩ লাখ ৬০ হাজার কোটি টাকা বা ১৫.৩৫ শতাংশ কমেছে।
ফেব্রুয়ারি মাসের শেষ কার্যদিবসে বাজার মূলধন ছিল ২ লাখ ৭৪ হাজার ১১০ কোটি ৮৬ লাখ টাকায়। আর মার্চ মাসের ১৬ তারিখ বাজার মূলধন দাঁড়ায় ২ লাখ ৩২ হাজার ১৯ কোটি ৮২ লাখ ৪০ হাজার টাকা।

অর্থাৎ এ সময়ে প্রতি কার্যদিবসে সিএসই বাজার মূলধন হারিয়েছে ৩ হাজার ৫০৭ কোটি ৫৮ লাখ ৬৩৩ টাকা করে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত