যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে বিধিনিষেধের সময় বাড়াল কানাডা

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে বিধিনিষেধের সময় বাড়াল কানাডা
কানাডায় করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে একের পর এক কঠোর পদক্ষেপ ও সিদ্ধান্ত নিচ্ছে দেশটির সরকার। এরই অংশ হিসেবে কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের বিদ্যমান ভ্রমণ নিষেধাজ্ঞা আরও এক মাস বাড়িয়ে আগামী ২১ মার্চ পর্যন্ত করা হয়েছে।

এই সময় সীমান্তটিতে অপ্রয়োজনীয় ভ্রমণ বন্ধ থাকবে। সরকারের কর্মকর্তারা চলতি সপ্তাহে এই তথ্য জানিয়েছেন।

২০২০ সালের মার্চ মাসে তিনটি দেশের সরকার মহামারির বিস্তার রোধে নিজেদের স্থলসীমা দিয়ে ভ্রমণ সীমিত করে। এরপর বেশ কয়েকবার মেয়াদ বাড়ানো হয়। বুধবার চলতি বিধিনিষেধের মেয়াদ শেষ হবে।

মার্কিন কাস্টমস এবং সীমান্ত সুরক্ষা বিভাগ জানিয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিধিনিষেধটি ২১ মে রাত ১১টা ৫৯ পর্যন্ত থাকবে।

মার্কিন কাস্টমস এবং সীমান্ত সুরক্ষা বিভাগ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, নাগরিকদের সুরক্ষা এবং ভাইরাসের সংক্রমণ রোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আমরা স্বাস্থ্য সুরক্ষা, বাণিজ্য, সরবরাহ সুরক্ষা এবং অন্যান্য প্রয়োজনীয় ক্রিয়াকলাপ সমর্থনকারী কানাডা এবং মেক্সিকোর সঙ্গে আন্তঃসীমান্ত কর্মকাণ্ড পরিচালনা করছি। যার মধ্যে রয়েছে চিকিৎসা, শিক্ষাপ্রতিষ্ঠানে যোগদান এবং সরকারী কাজের জন্য ভ্রমণকারীরা স্থল সীমানা অতিক্রম করতে পারবেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

২১ বাংলাদেশি নাগরিককে সম্মাননা দিল ব্রুনাই হাইক‌মিশন
মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশিসহ ৫৬৭ জন আটক
বাংলাদেশিদের ভিসা আবেদনে সময় বাড়ালো কানাডা
৩ হাজার ৩৭৫ প্রবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত
লটারিতে ৩ কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী
ত্রিশ কোটি টাকা ক্ষতিপূরণ পাচ্ছেন নিহত দুই প্রবাসীর পরিবার
লটারিতে ৩ কোটি টাকা জিতলেন বাংলাদেশী গাড়িচালক
চীনে মহান বিজয় দিবস উদযাপন
বাংলাদেশিদের জন্য শ্রমবাজার খুলে দিলো মালদ্বীপ
মালয়েশিয়ায় একদিনে ৩ হাজার পাসপোর্ট বিতরণ