ফিফটিতে প্রস্তুতি সারলেন তামিম

ফিফটিতে প্রস্তুতি সারলেন তামিম
শুরুটা করেছিলেন তামিম ইকবাল। একে একে সেই পথ ধরেন সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। হাফ সেঞ্চুরিতে তারা প্রত্যেকে দ্যুতি ছড়িয়েছেন। সেই তালিকায় যোগ দিতে পারতেন কাজী নুরুল হাসান সোহানও। কিন্তু ৪৮ রানে তাকে উঠিয়ে নেয় টিম ম্যানেজমেন্ট।

কাতুনায়েকের সিএমসিজি গ্রাউন্ডে নিজেদের ভেতরে আয়োজিত প্রস্তুতি ম্যাচের প্রথম দিন ব্যাট হাতে আলো ছড়ালেন তামিমের লাল দলের ব্যাটসম্যানরা। চার হাফ সেঞ্চুরি ও সোহানের ৪৮ রানে মাত্র ১ উইকেটে ৩১৪ রান তুলেছে তারা। দিনের শেষ প্রান্তে মুমিনুল হকের সবুজ দলের একমাত্র প্রাপ্তি তাইজুল ইসলামের উইকেট। দিনের একমাত্র উইকেটটি পেয়েছেন শুভাগত হোম। মিরাজ অপরাজিত ছিলেন ২৪ রানে।

প্রস্তুতি ম্যাচে অনুশীলনটা মুখ্য। তামিম, সাইফ, শান্ত ও মুশফিকরা নিজেদের ঝালিয়ে নিয়েছেন ভালোভাবে। তামিম বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলেছেন। ৬৫ বলে তামিমের ব্যাট থেকে এসেছে ৬৩ রান। বেশিরভাগ রান নিয়েছেন বাউন্ডারি থেকে। ছিল দুইটি ছক্কার শটও। সাইফ স্বাভাবসুলভ সতর্ক ব্যাটিং করেছেন। রান তুলেছেন মন্থর গতিতে। ৯৪ বলে ৫২ রান তুলে সেচ্ছ্বায় ড্রেসিংরুমে যান ডানহাতি ব্যাটসম্যান।

তিনে ও চারে নামা শান্ত ও মুশফিক কম সময়ে দ্রুত রান তুলেছেন। শান্ত ৫৩ এবং মুশফিক সর্বোচ্চ ৪৮ রান করেন। দুইজনের ইনিংসেই ছিল বাউন্ডারির ফোয়াররা। বোলারদের জন্য উইকেটে কিছু ছিল কি না বলা মুশকিল। তবে ধারাবাহিক বোলিং যে হয়নি তা স্কোরবোর্ডই বলে দিচ্ছে।

লাল দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান সোহানও দ্রুত ৪৮ রান করেছেন। এরপর মিরাজ ও তাইজুল ব্যাটিং করেন। তাইজুল অবশ্য বেশিদূর যেতে পারেননি। ২ রানে তাকে উইকেটের পেছনে লিটনের হাতে তালুবন্দি করান শুভাগত হোম।

এদিন সবচেয়ে বেশি হাত ঘুরিয়েছেন নাঈম হাসান। ইনজুরি কাটিয়ে উঠা এ স্পিনার করেছেন ১৬ ওভার। এছাড়া শুভাগতম হোম ১১.২, মুকিদুল ১৩, শহীদুল ১০, শরীফুল ১১ ও ইবাদত ১০ ওভার বোলিং করেছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়