কলকাতার হয়ে ৫০ ম্যাচ, সাকিবের জন্য বিশেষ ক্যাপ

কলকাতার হয়ে ৫০ ম্যাচ, সাকিবের জন্য বিশেষ ক্যাপ
টসের একটু আগে মাঠের এক প্রান্তে গোল হয়ে দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্সের সাপোর্ট স্টাফ ও ক্রিকেটাররা। সেখানেই হয়ে গেল ছোট্ট আনুষ্ঠানিকতা। কোচ ব্রেন্ডন ম্যাককালাম কিছু একটা বললেন, তারপর সবার তুমুল করতালির মধ্যে হাসিমুখে এগিয়ে গেলেন সাকিব আল হাসান। তার হাতে ক্যাপ তুলে দিলেন ম্যাককালাম।

চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে মঙ্গলবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচের আগে কলকাতার এই আয়োজন সাকিবের হাতে ওই ক্যাপ তুলে দিতেই। এই দলের হয়ে ৫০ ম্যাচ খেলার বিশেষ ক্যাপ!

নিজের আইপিএল ক্যারিয়ারের প্রথম ৬ মৌসুম কলকাতার হয়েই খেলেন সাকিব। এই ফ্র্যাঞ্চাইজির দুটি শিরোপা জয়েই ছিল তার উল্লেখযোগ্য অবদান। পরে দুই মৌসুম তিনি খেলেন সানরাইজার্স হায়দরাবাদে। এবার নিলামে আবার তাকে দলে টানে কলকাতা।

কলকাতার হয়ে ৬টি ম্যাচ খেলেছেন তিনি ২০১১ ও ২০১২ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে। বাকি সব ম্যাচ আইপিএলে। সব মিলিয়ে এই দলের হয়ে তার রান ১৯.৫০ গড়ে ৫৪৬, উইকেট ৪৫টি।

চলতি মৌসুম কলকাতার প্রথম দুটি ম্যাচেই সুযোগ পেলেন সাকিব। প্রথম ম্যাচে ৫ বলে ৩ রানে আউট হওয়ার পর উইকেট নিয়েছিলেন একটি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়