নেই নববর্ষের উৎসব, ক্রেতা শূন্য ইলিশের বাজার

নেই নববর্ষের উৎসব, ক্রেতা শূন্য ইলিশের বাজার
মহামারি করোনাভাইরাসের কারণে এবারের বাংলা নববর্ষে আমেজ নেই। আবার ১৪ এপ্রিল থেকে শুরু হচ্ছে লকডাউন। যার ফলে বন্ধ রয়েছে বৈশাখ উদযাপনের সব আয়োজন। এর ছোয়া লেগেছে বাজারেও।

প্রতি বছর এ সময়ে বাজারে ইলিশ কেনার হিড়িক পড়ে। অথচ এবারের বৈশাখের চিত্রটা ভিন্ন। বাজারে ইলিশ আছে, তবে নেই ক্রেতা।

মঙ্গলবার (১৩ এপ্রিল) বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

রাজধানীর শেওড়াপাড়া, জামতলাসহ বেশকিছু বাজার ঘুরে দেখা গেছে, ইলিশ বিক্রেতারা ইলিশ মাছ নিয়ে বসে আছেন, কিন্তু আশানুরুপ ক্রেতা নেই ইলিশের। অনেক ব্যবসায়ীকে হতাশ হতেও দেখা গেছে।

বিক্রেতারা বলছেন, করোনাভাইরাসের কারণে এবার তাঁরা ইলিশ বিক্রি করতে পারছেন না। অন্যান্য বছর পহেলা বৈশাখের আগের দিন অর্থাৎ ১৩ এপ্রিল কয়েক লাখ টাকার মাছ বিক্রি করতেন তারা। তবে এবার এ বছর অর্ধ লাখ টাকার ইলিশও বিক্রি করা সম্ভব হয়নি।

শেওড়াপাড়ার ইলিশ বিক্রেতা মনির শেখ বলেন, প্রতিবছর পহেলা বৈশাখের আগের দিন দুই থেকে আড়াই লাখ টাকার ইলিশ মাছ বিক্রি করতাম। কিন্তু আজ সারাদিনে মাত্র ২০ হাজার টাকার মত মাছ বিক্রি হয়েছে।

মনির শেখের মত অন্যান্য ইলিশ বিক্রেতাদেরও একই অবস্থা। করোনাভাইরাসের কারণে এবার তারাও আগের তুলনায় অনেক কম বিক্রি করতে পেরেছেন।

অন্যান্য বছরের থেকে এবার ইলিশের দামও বেশি। যেখানে আগে মাঝারি আকারের ইলিশের কেজি ছিল ৭০০ থেকে ৮০০ টাকা, এবার সে ইলিশ বিক্রি হচ্ছে ১১০০ থেকে ১২০০ টাকায়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়