গুজবে ব্যাপক পতন শেয়ারবাজারে, সাড়ে তিন হাজারের ঘরে নামতে যাচ্ছে ডিএসই’র সূচক

গুজবে ব্যাপক পতন শেয়ারবাজারে, সাড়ে তিন হাজারের ঘরে নামতে যাচ্ছে ডিএসই’র সূচক
বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের কারণে পতন যেন থামতেই চাচ্ছে না দেশের পূঁজিবাজারে। সূচক উঠবে উঠবে বলে বিনিয়োগকারীরা আশায় বুক বাধলেও সেই আশায় জল ঢেলে দিয়ে সূচক নেমেই যাচ্ছে।

এর মধ্যে আবার করোনাভাইরাসের কারণে সারা দেশের স্কুল কলেজ বন্ধ ঘোষণা করার খবরে আরও আতঙ্কিত বিনিয়োগকারীরা। তাই দিনের শুরুতে সূচক কিছুটা উঠলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূচক কমতে থাকে। এরমধ্যেই স্কুল কলেজ বন্ধের ঘোষণা আসে।

গত কার্যদিবস ৪ হাজারের ঘরে নেমেছিলস সূচক। আজ যেন সাড়ে তিন হাজারের ঘরে নামার জন্য ছটফট করছে।

আজ লেনদেনের শুরুতে সূচকের সামান্য উত্থানের পরই ব্যাপক পতন শুরু হয়।

তারপর লেনদেনের প্রায় সাড়ে তিন ঘন্টার মধ্যে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক২০১ পয়েন্ট বা ৫ শতাংশ কমেছে।

এদিন বেলা ১টা ৫৪ মিনিটে ডিএসইতে ৩১৫ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২০১ পয়েন্ট কমে অবস্থান করছে ৩ হাজার ৭৬৭ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৭০ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২৬৪ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১টির, কমেছে ৩৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত