বন্ধের আগে ডিএসইতে সূচকের ব্যাপক উত্থান

বন্ধের আগে ডিএসইতে সূচকের ব্যাপক উত্থান
সূচকের ব্যাপক উত্থানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেয়া ৩৪৭টি কোম্পানির মধ্যে ২২৮টি কোম্পানিরই শেয়ার দর বৃদ্ধি পেয়েছে।

ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলো মোট ৫১১ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে। গতকাল টাকার পরিমাণে ৪৯৪ কোটি ৩১ টাকার লেনদেন হয়েছিল।

আজ ডিএসই এক্স সূচক আগের দিনের চেয়ে ৭০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৫৮ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসই শরীয়াহ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯৮ পয়েন্টে অবস্থান করছে। এছাড়াও ডিএসসি৩০ সূচক ৩৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯৭ পয়েন্টে অবস্থান করছে।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামীকাল (১৪ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার। এ কারণে ব্যাংক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকে লেনদেন বন্ধ রাখার কারণে ১৪ এপ্রিল থেকে পুঁজিবাজারও বন্ধ রাখার কথা জানিয়েছে বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (১২ এপ্রিল) বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ অর্থসংবাদকে বলেন, বিশ্বের অনেক দেশের শেয়ারবাজার খোলা থাকলেও আমাদের দেশের শেয়ারবাজার বন্ধ রাখতে হচ্ছে। আমাদের বিএসইসি থেকে মনে প্রানে চেয়েছি বাজার খোলা রাখতে, কিন্তু ব্যাংক খোলা না থাকলে লেনদেনের যাবতীয় কাজ সম্পন্ন করা যাবেনা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত