ই-দেশে বিনিয়োগ করেছে মসলিন ক্যাপিটাল

ই-দেশে বিনিয়োগ করেছে মসলিন ক্যাপিটাল
ই-দেশে বিনিয়োগ করেছে দেশের অন্যতম ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইক্যুইটি ফান্ড ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান মসলিন ক্যাপিটাল।

রোববার (১১ এপ্রিল) মসলিন ক্যাপিটালের কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। মসলিন ক্যাপিটাল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন মসলিন ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মীর সাজেদ-উল- বাশার ও ই-দেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জায়ান মুহাম্মদ ইসয়ানি।

এ সময়ে আরও উপস্থিত ছিলের ই-দেশের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান পরিচালক আশরার হোসেন, মসলিন ক্যাপিটালের কোম্পানি সচিব মুহাম্মদ আশরাফ হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে জানানো হয়, মসলিন ক্যাপিটাল ‘মাসলিন ভিসি তহবিল- ১’ থেকে ই-দেশে বিনিয়োগ করেছে। এ বিনিয়োগ ই-দেশের মোট শেয়ারের প্রায় ১১ শতাংশ। এর ফলে মসলিন ক্যাপিটাল ভবিষ্যতে কোম্পানির পরিচালনা এবং কৌশলগত ব্যবসায়ের বৃদ্ধির জন্য ই-দেশের সঙ্গে কাজ করবে। এ বিনিয়োগ তহবিল ই-দেশকে তার অবকাঠামোগত বিকাশ, পরিচালনা ব্যবস্থা, আন্তর্জাতিক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং গ্রাহক অধিগ্রহণে সহায়তা করবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন