গ্রুপ বীমা চুক্তি করলো শেকৃবি-জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

গ্রুপ বীমা চুক্তি করলো শেকৃবি-জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড মধ্যে বীমা চুক্তি স্বাক্ষর করেছে।

রোববার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। জেনিথ ইসলামী লাইফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই চুক্তির ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীগণ অসুস্থতা অথবা দুর্ঘটনার কারণে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করলে চুক্তির শর্ত মোতাবেক নির্দিষ্ট পরিমাণ বীমা সুবিধা প্রাপ্য হবেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শহিদুর রশিদ ভূইয়ার উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর ড. মো. নজরুল ইসলাম এবং জেনিথ লাইফের পক্ষে মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান চুক্তি পত্রে স্বাক্ষর করেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম, জেনিথ লাইফের ডিজিএম মো. আনোয়ার হোসেন সরকার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
৩৪ ব্যাংক ‘ব্যাংকাস্যুরেন্স’ ব্যবসায় অযোগ্য
কমেছে জীবন বিমার বিনিয়োগ, বেড়েছে সাধারণ বিমার
বিআইএ’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ফের সোনার বাংলা ইন্স্যুরেন্সের চেয়ারপারসন শেখ কবির
মেটলাইফের বিমা সুবিধা পাবেন ক্যাল বাংলাদেশের কর্মীরা
বেস্ট সিইও'র স্বীকৃতি পেলেন ন্যাশনাল লাইফের কাজিম উদ্দিন
বিমা খাতের বড় সমস্যা কর্পোরেট গভর্নেন্সের অভাব
দুর্বল বিমা কোম্পানিকে মূলধারায় নিয়ে আসার চেষ্টা করতে হবে
যাত্রা শুরু করলো শান্তা লাইফ ইন্স্যুরেন্স