ঢাকা ক্লাবের বকেয়া ভ্যাট অব্যাহতির আবেদন প্রত্যাখ্যান করেছে এনবিআর

ঢাকা ক্লাবের বকেয়া ভ্যাট অব্যাহতির আবেদন প্রত্যাখ্যান করেছে এনবিআর
বকেয়া ভ্যাট ও সম্পূরক শুল্ক অব্যাহতি চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে আবেদন করেছিল ঢাকা ক্লাব লিমিটেড। যা সম্ভব নয় উল্লেখ করে আবেদনটি প্রত্যাখ্যান করেছে রাজস্ব বোর্ড। বুধবার (৭ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডের গণমাধ্যম শাখা এ তথ্য জানায়।

সম্প্রতি রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব (মূসক আইন ও বিধি) কাজী রেজাউল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, ঢাকা ক্লাবের আবেদন আমলে নিতে রাজস্ব বোর্ড অপারগ।

রাজস্ব বোর্ড জানায়, ‘মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ অনুযায়ী যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় দাবিনামা জারি করায় আলোচ্য পাওনা থেকে অব্যাহতি প্রদানের সুযোগ নেই। সে কারণে এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড অপারগতা জ্ঞাপন করছে।’

চিঠিতে জানানো হয়, সংশ্লিষ্ট মূল্য সংযোজন কর কার্যালয় কর্তৃক সরকারি পাওনা বাবদ ঢাকা ক্লাব লি. এর কাছে মূল্য সংযোজন কর ২৬ কোটি ৬৯ লাখ ৮২ হাজার ৫৭৩ টাকা এবং সম্পূরক শুল্ক বাবদ ৭ কোটি ৪ লাখ ৫৩ হাজার ৬৫৮ টাকাসহ মোট ৩৩ কোটি ৭৪ লাখ ৩৬ হাজার ২৩১ টাকার দাবিনামা জারি করা হয়। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এক্ষেত্রে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক প্রদানের দায় থেকে অব্যাহতি নিয়ে মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ এর ধারা ৫৬ এর আওতায় সব ধরনের স্থগিত করার অনুরোধ জানিয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ