মায়েদের দোয়া নিয়ে ‘শান’ চলচ্চিত্রের প্রচারণামূলক কার্যক্রম শুরু

মায়েদের দোয়া নিয়ে ‘শান’ চলচ্চিত্রের প্রচারণামূলক কার্যক্রম শুরু
মায়েদের দোয়া নিয়ে যাত্রা শুরু হলো ঈদের ছবি ‘শান’-এর প্রচারণামূলক কার্যক্রম। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ‘শান’-এর পাবলিসিটি ও মার্কেটিংয়ের কাজের শুভ সূচনা হয়েছে।

ধুমধাম করে নয়, অনাড়ম্বর পরিবেশে এই সূচনা যাদের হাত ধরে হয়েছে, তারা হলেন চিত্রনায়িক সিয়াম আহমেদের বাস্তবের মা মাহমুদা বেগম ও ‘শান’ সিনেমার দুই ‘মা’ গুণী অভিনেত্রী চম্পা ও অরুনা বিশ্বাস।

নবাগত পরিচালক এম এ রাহিম পরিচালিত ‘শান’ ছবিতে সিয়ামের মায়ের চরিত্রে অভিনয় করেছেন চম্পা, আর নায়িকা পূজা চেরির মায়ের চরিত্রে দেখা যাবে অরুনা বিশ্বাসকে।

অনুষ্ঠানে মায়েদের ফুল দিয়ে বরণ করে নেন এ ছবির কাহিনীকার মোহাম্মদ গোলাম আজাদ খান এবং প্রযোজক আতিকুর রহমান।

একটি চলচ্চিত্রের প্রচারণার যাত্রালগ্নে মায়েদের দোয়া নিয়ে এভাবে সম্মানিত করার বিষয়টিকে পুরো ছবির জন্য ইতিবাচক মনে করছেন অভিনেত্রী চম্পা।

তিনি বলেন, “শুধুমাত্র ‘শান’ চলচ্চিত্রের জন্যই নয়, মায়েদের দোয়া নিয়ে যাত্রা শুরু করার এই ভাবনা আমাদের ইন্ডাস্ট্রির অন্য চলচ্চিত্রগুলোকেও প্রভাবিত করবে। সবাই যদি এভাবে ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে যাই, আমি নিশ্চিত আমাদের চলচ্চিত্রের সোনালী গৌরব আমরা অচিরেই ফিরে পেতে পারবো।”

অভিনেত্রী অরুনা বিশ্বাস ‘শান’ চলচ্চিত্রে একজন সংগীতশিল্পীর চরিত্রে অভিনয় করেছেন। তিনি বলেন, “শান মানে আভিজাত্য, গৌরব। আবার ‘শান’ মানে ধার। এ ছবিতে ধারালো একটি গল্প আছে, প্রত্যেকের চরিত্রে ধার আছে। এই চলচ্চিত্রটিকে সবার কাছে পৌঁছে দেয়ার দায়িত্ব আমাদের সবার। সে কারণেই আমরা মায়েরা এক হয়ে প্রচারণার যাত্রা শুরু করলাম। বাকি দায়িত্ব দর্শক-প্রদর্শক-গণমাধ্যম সবার। ”

চিত্রনায়ক সিয়ামের মা মাহমুদা বেগম ছেলের সিনেমার কোনো প্রচারণায় এর আগে অংশ নেননি। তবে ‘শান’ ছবিতে কাজ করতে গিয়ে একমাত্র সন্তান যে কষ্ট করেছেন, অমানবিক শ্রম দিয়েছেন সেই গল্পগুলো সবাইকে জানানোটা নিজের দায়িত্ব মনে করেছেন তিনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

অল্পতেই সব শিখে যায় পদ্ম
২১ কোটির ‘অপারেশন জ্যাকপট’ শুরু ২৯ ডিসেম্বর
বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ১০ তারকা
২০০ কোটির ঘরে ‘ডাঙ্কি’
কাটা পড়লো অ্যানিমেলের ‘আপত্তিকর’ ২৭ মিনিট
‘পুলসিরাত’র জন্য দোয়া চান বুবলী
শীতে গলাব্যথা থেকে মুক্তির ঘরোয়া উপায়
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টিভিতে আবারও শুরু হচ্ছে সিসিমপুর
বিটিভি চট্টগ্রাম কেন্দ্রকে আরো আধুনিক করা হবে