বাফুফেকে ফিফার সব অনুদান বন্ধ

বাফুফেকে ফিফার সব অনুদান বন্ধ
অর্থ ব্যয়ে স্বচ্ছতা না থাকায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) অনুদান বন্ধ করে দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এ খবর গণমাধ্যমে নিশ্চিত করেছেন ফেডারেশনের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদি। বাফুফের অডিট ও আর্থিক লেনদেনে সন্তুষ্ট নন তিনিও।

ফিফার সদস্যভুক্ত দেশ হওয়ায় বছরে সাড়ে চার লাখ ডলার বরাদ্দ পেয়ে থাকে বাংলাদেশ। কিন্তু চলতি বছরের প্রথম তিন কোয়ার্টারে বাফুফে ফিফার থেকে কোনও অর্থ পায়নি। কেন অর্থ পাচ্ছে না তা জানিয়ে ফিফা থেকে গত ৩০ মার্চ চিঠি পেয়েছে বাফুফে। এরই মধ্যে ফিফার সঙ্গে যোগাযোগ করে অর্থ বিভাগের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্তও নিয়েছে বাফুফে। মঙ্গলবার (৬ এপ্রিল) ভার্চুয়ালি সেই বৈঠকটি হবে।

এ প্রসঙ্গে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘আমরা ফিফার কর্মকর্তাদের সঙ্গে অর্থ বিষয়ক একটি বৈঠক করবো। অডিট ও আর্থিক দিকগুলোতে কীভাবে আরও স্বচ্ছতা আনা যায় সেসব নিয়ে আলোচনা করবো।’

এদিকে সালাম মুর্শেদি বলেন, ‘হ্যাঁ, ফিফার থেকে আমরা অনুদান পাচ্ছি না। আমাদের প্রধান অর্থ কর্মকর্তার (আবু হোসেন) কর্মকান্ডে আমি মোটেও সন্তুষ্ট না। তিনি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেননি বিধায় আমাদের এই রকম পরিস্থিতিতে পড়তে হচ্ছে। তাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। আমরা ফিন্যান্স কমিটির সভায় তার ব্যাপারে সিদ্ধান্ত নেবো। ’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়