শাল্লায় দু’পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ২০

শাল্লায় দু’পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ২০
সুনামগঞ্জের শাল্লায় ধান কাটাকে কেন্দ্র দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।

সোমবার (০৫ এপ্রিল) দুপুরে উপজেলার আটগাও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজন পুলিশ সদস্যও রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জমির ধান কাটাকে কেন্দ্র করে নোমান আহমেদ ও ছন্টু গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যান। দু’পক্ষের সংঘর্ষ চলাকালীন অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের দুই সদস্য আহত হন।

শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, ধানকাটা নিয়ে নোমান ও ছন্টু গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ সময়ে দু’জন পুলিশ সদস্য আহত হন।

এদিকে পুলিশের উপর হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে জানান তিনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেঁয়াজের দামে শঙ্কায় কৃষক, ক্ষুব্ধ ক্রেতা
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি বন্ধ
তিনদিন সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ
চিটাগাং সিনিয়রস ক্লাবের নতুন প্রেসিডেন্ট বাবলু
স্থলবন্দর এলাকায় মর্টারশেল, ধ্বংস করলো সেনাবাহিনী
রংপুরের তারাগঞ্জ সভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ময়মনসিংহে মালবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪
এক জালে ১৫৯ পোপা মাছ, দাম হাঁকছেন ২ কোটি
রেললাইনের ক্লিপ খুলে নিলো দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা