চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন স্থগিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন স্থগিত
২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন প্রক্রিয়া স্থগিত করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ। সোমবার (০৫ এপ্রিল) থেকে শুরু হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে আবেদন প্রক্রিয়া পেছানো হয়েছে।

রোববার (০৪ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাসিম হাসান। এছাড়াও এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, ডিনস কমিটির ১১তম সভার (জরুরি) সিদ্ধান্ত মোতাবেক ভর্তি আবেদন প্রক্রিয়া স্থগিত করা হল। দ্রুততম সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া শুরুর তারিখ পরবর্তীতে জানানো হবে।

ড. মোহাম্মদ নাসিম হাসান বলেন, ‘করোনার কারণে সরকারিভাবে লকডাউন ঘোষণা হওয়ায় আমরা ভর্তির আবেদনের তারিখ পিছিয়েছি। শিগগিরই চালু করবো। তবে কবে নাগাদ শুরু হবে তা জানাতে পারেন নি তিনি।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের একাডেমি শাখার ডেপুটি রেজিস্ট্রার এসএম আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৫ এপ্রিল সকাল ১১টা থেকে ৩০ এপ্রিল রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত চবির ভর্তি পরীক্ষার আবেদন চলার বিষয়টি জানানো হয়েছিল।

প্রসঙ্গত, আগামি ২২ জুন থেকে পহেলা জুলাই পর্যন্ত আটদিন চলবে চবির ভর্তি পরীক্ষা। করোনা পরিস্থিতি বিবেচনায় এবার সম্পূর্ণ নিজস্ব ক্যাম্পাসেই নেওয়া হবে পরীক্ষা। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সংখ্যা বিবেচনায় তিনটি ইউনিটের পরীক্ষার জন্য দুদিন করে সময় রাখা হয়েছে। একটি ইউনিট ও দুটি উপ-ইউনিটের জন্য রাখা হয়েছে আরও দুদিন।

সময়সূচি অনুযায়ী ২২ ও ২৩ জুন ‘বি' ইউনিট, ২৪ ও ২৫ জুন ‘ডি' ইউনিট, ২৮ ও ২৯ জুন ‘এ' ইউনিট ও ৩০ জুন ‘সি' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ১ জুলাই উপ-ইউনিট ‘বি-১' ও ‘ডি-১' ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট রয়েছে। গত বছর ৪টি ইউনিট ও ২টি উপ-ইউনিটের ভর্তি কার্যক্রম হয়েছে। ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটে ৪ হাজার ৯২৬টি আসনে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পান।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি