দিল্লীতে স্কুল, সিনেমা বন্ধ ঘোষণা

দিল্লীতে স্কুল, সিনেমা বন্ধ ঘোষণা
প্রাণঘাতী করোনাভাইরাস প্রাদুর্ভাবকে মহামারি ঘোষণা করেছে দিল্লির রাজ্য সরকার। পাশাপাশি, ওই অঞ্চলের সব সব স্কুল, কলেজ ও সিনেমা হল আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়ছে। বৃহস্পতিবার একথা জানিয়ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

হিন্দুস্থান টাইমস জানায়, এক টুইটে কেজরিওয়াল বলেন, ‘মহামারি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে দিল্লি সরকার। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে আমাদের সবধরনের সাবধানতা অবলম্বন করা উচিত। আগামী ৩১ মার্চ পর্যন্ত দিল্লির সব সিনেমা হল, স্কুল, কলেজ বন্ধ থাকবে। তবে পূর্বনির্ধারিত সময়েই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। জনগণকে বড় জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে।’

ভারতে এ পর্যন্ত অন্তত ৭৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, এদের মধ্যে ১৭ জনই বিদেশি নাগরিক। দেশটিতে করোনায় এ পর্যন্ত অন্তত একজনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার কর্ণাটকে মারা যাওয়া ওই বৃদ্ধ করোনা আক্রান্ত ছিলেন বলে বৃহস্পতিবার নিশ্চিত করেছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণলায়। দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা বর্তমানে ছয়জন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া