বিচারক ও আইনজীবীদের ড্রেসকোট নিয়ে ‍সুপ্রিম কোর্টের নতুন নির্দেশনা

বিচারক ও আইনজীবীদের ড্রেসকোট নিয়ে ‍সুপ্রিম কোর্টের নতুন নির্দেশনা
করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালতে বিচারক ও আইনজীবীদের ড্রেসকোট নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

মঙ্গলবার (৩০ মার্চ) এ সংক্রান্ত নির্দেশনার কথা জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের আলোচনাক্রমে এই সিদ্ধান্ত হয় যে, পরিবর্তিত পরিস্থিতে বিচারকবৃন্দ এবং আইনজীবীরা ক্ষেত্রমতো সাদা শার্ট বা সাদা শাড়ি/সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড/কালো টাই পরিধান করবেন। এ ক্ষেত্রে কালো কোট এবং গাউন পরিধান করার প্রয়োজনীয়তা নেই।

এই নির্দেশনা সুপ্রিম কোর্ট এবং দেশের সব অধস্তন আদালতে অবিলম্বে কার্যকর হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।

এর আগে গত বছরের আগস্টে দেশে করোনাভাইরাস সংক্রমণের কারণে কালো কোট বা গাউন পরার বাধ্যবাধকতার বিষয়টি শিথিল করা হয়েছিল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শ্রম আদালতে যাচ্ছেন ড. ইউনূস
ন্যায়বিচার নিশ্চিতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে
বিচারপতির বাসভবনে ১১ জন প্রধান বিচারপতি
প্রাথমিকের শিক্ষক নিয়োগ বাতিল চেয়ে রিটের শুনানি আজ
প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল চেয়ে রিট
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বৈধ
ব্যারিস্টার মইনুল হোসেন আর নেই
হাইকোর্টে ৫২ বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি
আইন কমিশনের সাবেক চেয়ারম্যান আবদুর রশিদ মারা গেছেন
অপ্রয়োজনীয় সিজার বন্ধে পদক্ষেপ নিতে হাইকোর্টের নির্দেশ