‘সকলের শুভ বুদ্ধির উদয় হোক’

‘সকলের শুভ বুদ্ধির উদয় হোক’
পবিত্র মাহে রমজান আবারও কড়া নাড়ছে আমাদের দরজায়! আমাদের সকলের ধর্ম মানা ও তা পালন করার দৃষ্টান্ত আবারও নিজের চোখে দেখার সৌভাগ্য হবে কিছুদিনের মধ্যেই!

এই ধরেন বাজারে গিয়ে দেখবেন পবিত্র রমজান উপলক্ষে আমাদের পছন্দের নিত্য প্রয়োজনীয় ছোট, বড় সকল পণ্যদ্রব্যের দাম আমাদের অতি সাধু বিক্রেতাগণ একেবারেই কমিয়ে রাখা শুরু করবেন! কি বিশ্বাস হচ্ছে না?

আহা বুঝার চেষ্টা করুন! শয়নে, স্বপনে কমিয়ে দেবে আর কি! এত উত্তম চারিত্রিক বৈশিষ্ট্যমণ্ডিত মানুষের ভিড়ে ধর্মের দোহাই কি আসলেই মানায় আমাদের মুখে? এই রমজানের পর আগামী রমজান আসার আগে পর্যন্ত আমরা আমাদের ভণ্ডামি, দ্বিচারিতা আবার সব ভুলে যাবো!
আবারও পূর্ণদ্যোমে খাবার দাবারে মনের মাধুরি মিশিয়ে বিষাক্ত রঙের সমাহার ঘটাবো, মেয়াদোত্তীর্ণ মালামাল রাখবো, পঁচা খাবার ফ্রিজারে ভরে রাখবো... এভাবেই চলবে আর পবিত্র মাহে রমজানে আমাদের অশেষ নেকি হাসিল হতেই থাকবে!

সময়ে সময়ে ভেজাল পণ্যের জন্য আমাদের খুব ভাল মানুষের দেশে পুলিশ ও ম্যাজিস্ট্রেট দিয়ে ব্যবস্থা নিতে হবে বরাবরের মতই! আমরা কত স্বচ্ছ মনের, শুধু একবার চিন্তা করেন! চূড়ান্ত অবিচার করবার জন্য আমাদের পবিত্র মাহে রমজানকেই বেছে নিতে হয়!

এত ভাল মন-মানসিকতার এই মানুষদের মাঝে আমরা বেশ চমৎকারভাবেই বেঁচে আছি! সকলের শুভ বুদ্ধির উদয় হোক।

লেখক : ডিএমপির এডিসি (মিডিয়া অ্যান্ড পিআর)।

(লেখকের ফেসবুক থেকে সংগৃহীত)

আর্কাইভ থেকে

আরও পড়ুন

খেলাপির ফাঁদে ব্যাংক খাত: সমাধান কোন পথে
বাণিজ্যিক বিবেচনায়  ‘সৌরবিদ্যুৎ’ টেকসই এবং অনেক বেশি লাভজনক
কক্সবাজার: বাংলাদেশে অফুরন্ত পর্যটন সুযোগ উন্মোচন
বাংলাদেশে ঈদ উৎসব ও ব্যাংক ব্যবস্থাপনা
অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত করতে বন্ধ করতে হবে মানিলন্ডারিং
ওএসডি কোন নীতিমালার মধ্যে পড়ে
নেট দুনিয়ার ব্যাংকিং
সর্বজনীন কল্যাণে ইসলামী ব্যাংক: আন্তরিক সেবার ৪০ বছর
সুইডেনের ইনফ্লেশন ১২ শতাংশ, গোল ২ শতাংশ
ব্যাংকের নাম: লিমিটেড থেকে পিএলসি