হস্তচালিত বেকারিতে ভ্যাটের আওতামুক্ত রাখার প্রস্তাব

হস্তচালিত বেকারিতে ভ্যাটের আওতামুক্ত রাখার প্রস্তাব
হস্তচালিত বেকারিতে উৎপাদিত পাউরুটি, বনরুটি, ১৫০ টাকার প্রতি কেজি বিস্কুট এবং প্রতি কেজি কেক (পার্টি কেক ব্যতীত) নতুন অর্থবছরে (২০২১-২২) ভ্যাটের আওতামুক্ত রাখার প্রস্তাব দিয়েছে সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠন।

রোববার (২৮ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতির সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন এ প্রস্তাব দেন।

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে সভায় এনবিআরের আয়কর নীতির সদস্য মো. আলমগীর হোসেন, সদস্য সৈয়দ গোলাম কিবরিয়া, ভ্যাট নীতির সদস্য মো. মাসুদ সাদিকসহ বাজেট সংশ্লিষ্ট কর্মকর্তা এবং কয়েকটি ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

জালাল উদ্দিন বলেন, বিগত জাতীয় অর্থবছরের বাজেটগুলোতে হস্তচালিত বেকারি শিল্পে উৎপাদিত পাউরুটি, বনরুটি ও এই ধরনের অন্যান্য রুটি সম্পূর্ণ ভ্যাটমুক্ত ছিল। এছাড়া একশত পঞ্চাশ টাকা মূল্যমানের প্রতি কেজি বিস্কুট এবং একশত পঞ্চাশ টাকা মূল্যমানের প্রতি কেজি কেক (পার্টি কেক ব্যতীত) ভ্যাটের আওতামুক্ত ছিল।

তিনি বলেন, হস্তচালিত বেকারি শিল্পের অদক্ষ, অশিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান ও এই শিল্পের ক্রমবিকাশের কথা বিবেচনায় নিয়ে এবং করোনা মহামারির কথা ভেবে ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেটে সম্পূর্ণরূপে ভ্যাটমুক্ত রাখার দাবি জানাচ্ছি।

সমিতির সভাপতি দাবি করেন, বিগত বছরে প্রতিশ্রুতিবদ্ধ থাকায় চলতি বছরে দেশের সব কাচামালের দাম বৃদ্ধি পেলেও হস্তচালিত বেকারি শিল্পের কোনো পণ্যের মূল্য বৃদ্ধি করা হয়নি।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পোশাকখাতে উৎপাদন খরচ বেড়েছে, কমে গেছে চাহিদা
২০২৩ সালে স্বর্ণের দাম বেড়েছে ১৩ শতাংশ
২০২৩ সালে জ্বালানি তেলের দাম কমেছে ১০ শতাংশ
ইভ্যালিতে বড় অফার আজ, ১০ টাকায় মিলবে পাঞ্জাবি
হিলিতে আদা-সবজিতে স্বস্তি, বাড়তি দামে রসুন
বাংলাদেশে বিনিয়োগের ঐক্যমতে শেষ হলো গ্লোবাল বিজনেস কনফারেন্স
১১ মাসে ৪৩ বিলিয়ন ডলারের পোশাক রফতানি
২০২৪ সালে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ পাচ্ছে চট্টগ্রাম বন্দর
আইসিএবির নতুন সভাপতি ফোরকান উদ্দীণ
বিসিক শিল্পনগরীতে এক হাজার ৯৮ প্লট খালি