বাংলাদেশ ব্যাংকে চার কর্মকর্তার পদোন্নতি

বাংলাদেশ ব্যাংকে চার কর্মকর্তার পদোন্নতি
বাংলাদেশ ব্যাংকে চার কর্মকর্তার পদোন্নতি হয়েছে।

এদের মধ্যে একজন মহাব্যবস্থাপক (জিএম) পদোন্নতি পেয়ে নির্বাহী পরিচালক হয়েছেন। আর তিন জন উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জিএম হয়েছেন।

বুধবার আলাদা চারটি অফিস আদেশে এই চার জনের পদোন্নতি হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আশরাফুল আলম: ইন্টিগ্রেটেড সুপারভিশন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক আশরাফুল আলমকে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি দিয়ে বগুড়া অফিসে বহাল রাখা হয়েছে। আশরাফুল ১৯৮৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। তিনি ব্যাংক পরিদর্শন বিভাগ, বৈদেশিক মুদ্রানীতি বিভাগ, এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষন একাডেমি, ইন্টিগ্রেটেড সুপারভিশন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টসহ বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেন।

কোহিনূর হোসেন: মহাব্যবস্থাপক (পরিসংখ্যান) পদে পদোন্নতি পেয়েছেন পরিসংখ্যান বিভাগের উপমহাব্যবস্থাপক কোহিনূর হোসেন। কোহিনূর ১৯৮৯ সালে অফিসার হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন এবং ১৯৯৩ সালে সহকারী পরিচালক পদে পদোন্নতি পান।

মৃনাল কান্তি সরকার: পরিসংখ্যান বিভাগের এজিএম মৃনাল কান্তি সরকার জিএম হয়েছেন। তিনি বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ এবং ডেপুটেশনে বিনিয়োগ বোর্ডে (বর্তমানে বিডা) দায়িত্ব পালন করছেন।

তৌহিদুজ্জামান চৌধুরী: জিএম হয়েছেন তৌহিদুজ্জামান চৌধুরী। পরিসংখ্যান বিভাগে তিনি দায়িত্ব পালন করছেন।
১৯৮৯ সালে তিনি বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। পরিসংখ্যান ও সিআইবি বিভাগে দায়িত্ব পালন করেন তিনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিদেশি ডেবিট কার্ডে অর্থ তোলা বন্ধ করল ইবিএল
এসবিএসি ব্যাংকের নতুন এএমডি নূরুল আজীম
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
বিকাশের প্রধান যোগাযোগ কর্মকর্তা মাহফুজ মারা গেছেন
ন্যাশনাল ব্যাংকের নতুন পর্ষদের ৩ কমিটি গঠন
ব্যাংকে চাকরির আবেদনের বয়সসীমা শিথিল
মাসিক সঞ্চয় হিসাব খোলা যাচ্ছে বিকাশ অ্যাপে
ফের এবিবির চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন
অফিসার পদে ৭৮৭ জনকে নিয়োগ দেবে সরকারি ৫ ব্যাংক
ন্যাশনাল ব্যাংকের নতুন পরিচালক হলেন যারা