শেখ হাসিনাসহ ৪০ বিশ্বনেতাকে আমন্ত্রণ জানালেন বাইডেন

শেখ হাসিনাসহ ৪০ বিশ্বনেতাকে আমন্ত্রণ জানালেন বাইডেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। জলবায়ু সম্মেলনে অংশ নিতে মার্কিন প্রেসিডেন্টের এ আমন্ত্রণ। একইসঙ্গে আরও ৩৯ বিশ্বনেতাকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। শুক্রবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

আগামী ২২ এপ্রিল থেকে দুই দিনের ভার্চুয়াল সম্মেলন আয়োজন করা হচ্ছে। জলবায়ু সংকট মোকাবিলায় চলতি শতাব্দীতে বৈশ্বিক তাপমাত্রা দুই ডিগ্রি কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ২০১৫ সালে প্যারিস চুক্তি হয়। ২০২০ সালে চুক্তিটি থেকে বেরিয়ে যান যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর ওই চুক্তিতে ফেরে যুক্তরাষ্ট্র। ওই ফেরা স্মরণীয় করতেই এ সম্মেলন আয়োজন। খবর দ্য গার্ডিয়ান ও এনডিটিভির

২২ এপ্রিল ধরিত্রী দিবসের দিনেই শুরু হবে দুই দিনব্যাপী এ সম্মেলন। বিশ্ববাসীর দেখার জন্য সম্মেলনটি আন্তর্জাতিক গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। এ প্রসঙ্গে হোয়াইট হাউসের কর্মকর্তারা বলেছেন, এটি আগামী নভেম্বরে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিতব্য জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনে যাওয়ার পথে একটি প্রধান মাইলফলক হবে।

হোয়াইট হাউস জানায়, এই সম্মেলনে যুক্তরাষ্ট্র ২০৩০ সালের মধ্যে কার্বণ নিঃসরণ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা ঘোষণা করবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া