চলতি বছরে করোনায় সর্বোচ্চ মৃত‌্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার ৭৯৭ জনে। গত বছরের ২০ ডিসেম্বরের পর এটিই দেশে এক দিনে সর্বোচ্চ মৃত্যু।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তিন হাজার ৫৮৭ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৮৪ হাজার ৮৩৯৫ জনে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বুধবার (২৪ মার্চ) করোনাভাইরাসটিতে আক্রান্ত ২৫ জনের মৃত্যু হয়েছিল। গতকাল আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিলেন তিন হাজার ৫৬৭ জন। ভাইরাসটি থেকে মুক্ত হয়েছেন এক হাজার ৯১৫ জন।

আজকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন করে ভাইরাসটি থেকে মুক্ত হয়েছেন এক হাজার ৯৮৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ ২৯ হাজার ৮২৯ জন।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৩২৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ৪৫টি নমুনা। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৫ লাখ ১৪ হাজার ৭৩১টি। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ২৬ শতাংশ। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১২ দশমিক ৯৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৪ জনের ২৫ জন পুরুষ, বাকি ৯জন নারী। এর মধ্যে হাসপাতালে ৩৩ ও বাড়িতে এক জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মারা যাওয়া আট হাজার ৭৯৭ জনের মধ্যে পুরুষ ছয় হাজার ৬৫০ জন, বাকি দুই হাজার ১৪৭ জন নারী।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মারা যাওয়া ২৫ জনের মধ্যে ষাটোর্ধ্ব ১৮, ৫১ থেকে ৬০ বছরের ১১, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এক, ৩১ থেকে ৪০ বছরের দুই এবং ২১ থেকে ৩০ ও ১১ থেকে ২০ বছরের এক জন করে রয়েছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ দেশে ভাইরাসটিতে প্রথম মৃত্যু হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়