নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু

নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লায় সিলিন্ডারের গ্যাস জমে অগ্নিকাণ্ডের ঘটনায় সাব্বির হোসেন (১৫) নামে আরও একজন মারা গেছেন।

শনিবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থাপিত শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ জনে।

সাব্বির হোসেন শহরের মাসদাইর এলাকার মো. তামিমের ছেলে। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় সাব্বিরের মামা মো. মিশাল (২৬), মিশালের দেড় বছরের শিশু মিনহাজ, চাচাতো শ্যালক মাহফুজসহ (১৩) মোট চারজনের মৃত্যু হলো।

আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন নিহত মিশালের স্ত্রী মিতা আক্তার (২৩) ও তার মেয়ে আফসানা আক্তার (৪)।

মিশালের শ্বশুর শহীদ হোসেন জানান, ভোরে চিকিৎসাধীন অবস্থায় সাব্বির মারা গেছে। সাব্বিরের শরীরের অধিকাংশ পুড়ে গিয়েছিলো।

তিনি আরও বলেন, ‘মুঠোফোনে মেয়ে মিতার সঙ্গে কথা বলেছি, মেয়ে তাকে জানিয়েছে, তার শরীরে অনেক জ্বালাপোড়া হচ্ছে। নাতনি আফসানার অবস্থাও ভালো না।’

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘দগ্ধ সাব্বির চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। অন্যদের অবস্থা ভালো না।’

গত সোমবার রাত সাড়ে ১২টার দিকে শহরের পশ্চিম মাসদাইর এলাকায় হাজী ভিলার ছয়তলার ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধ হন। বিস্ফোরণে ওই ঘরের দরজা-জানালার কাঁচ ভেঙে গেছে এবং ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেঁয়াজের দামে শঙ্কায় কৃষক, ক্ষুব্ধ ক্রেতা
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি বন্ধ
তিনদিন সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ
চিটাগাং সিনিয়রস ক্লাবের নতুন প্রেসিডেন্ট বাবলু
স্থলবন্দর এলাকায় মর্টারশেল, ধ্বংস করলো সেনাবাহিনী
রংপুরের তারাগঞ্জ সভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ময়মনসিংহে মালবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪
এক জালে ১৫৯ পোপা মাছ, দাম হাঁকছেন ২ কোটি
রেললাইনের ক্লিপ খুলে নিলো দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা