৫০ টাকায় দেখা যাবে ‘নিষিদ্ধ’ সিনেমা ‌‘মেকআপ’

৫০ টাকায় দেখা যাবে ‘নিষিদ্ধ’ সিনেমা ‌‘মেকআপ’
ছবিটি ‘অপ্রদর্শনযোগ্য’ বা ‘নিষিদ্ধ’- ‘মেকআপ’ চলচ্চিত্রটি নিয়ে সম্প্রতি এমনই মন্তব্য করেছিল বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। কোনও দৃশ্য বা সংলাপ সম্পাদনার সুযোগ না দিয়েই বোর্ড ছবিটি মুক্তির বিষয়টি এভাবে এক কথায় খারিজ করে দেয়।

তবে অনলাইনের জন্য তাদের এই মত বা সিদ্ধান্ত ‘অপ্রযোজ্য’ বলে পাল্টা জানালেন নির্মাতা অনন্য মামুন।

ফেব্রুয়ারিতে বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখেছিলেন।

বিষয়টি নিয়ে অনন্য মামুন বলেন, ‘আমরাও ছবিটি পুনরায় দেখেছি। এতে কাউকে ছোট করার কোনও উপাদান নেই। তাই আমরা অনলাইনে মুক্তি দিচ্ছি। আর যেহেতু সেন্সর বোর্ড থেকে ছবিটি সম্পাদনার কোনও নির্দেশনা নেই, তাই একই অবস্থায় এটি মুক্তি পাবে।’

জানা যায়, ২১ মার্চ রাত ৮টায় আই থিয়েটারে সিনেমাটি দেখানো হবে।

এদিকে, গতকাল (১২ মার্চ) অনন্য মামুন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘মেকআপ’ সিনেমার একটি থিম পোস্টার শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, ‘চোরকে চোর বলতে পারব না, তা তো হতে পারে না। আমার ভাষা কেড়ে নেয়ার অধিকার কারও নেই…।’

ঢাকাই চলচ্চিত্র শিল্পীদের জীবনের গল্প নিয়েই তৈরি হয়েছে ‘মেকআপ’।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, রোশান, সাইফ চন্দন, কাজী উজ্জ্বল, পায়েল মুখার্জি ও বিশ্বনাথ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

অল্পতেই সব শিখে যায় পদ্ম
২১ কোটির ‘অপারেশন জ্যাকপট’ শুরু ২৯ ডিসেম্বর
বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ১০ তারকা
২০০ কোটির ঘরে ‘ডাঙ্কি’
কাটা পড়লো অ্যানিমেলের ‘আপত্তিকর’ ২৭ মিনিট
‘পুলসিরাত’র জন্য দোয়া চান বুবলী
শীতে গলাব্যথা থেকে মুক্তির ঘরোয়া উপায়
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টিভিতে আবারও শুরু হচ্ছে সিসিমপুর
বিটিভি চট্টগ্রাম কেন্দ্রকে আরো আধুনিক করা হবে