বাইডেনের সঙ্গে প্রথম সাক্ষাৎ করবেন জাপানের প্রধানমন্ত্রী

বাইডেনের সঙ্গে প্রথম সাক্ষাৎ করবেন জাপানের প্রধানমন্ত্রী
আগামী মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহাইদ সুগা। তার সঙ্গে এ সাক্ষাৎ হলে সরাসরি আলোচনা অনুষ্ঠানের ক্ষেত্রে তিনি হবেন প্রথম বিদেশি নেতা।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) জাপান সরকারের শীর্ষ মুখপাত্র কাতসুনোবু কাতো নিয়মিত ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের বলেন, বিভিন্ন পরিস্থিতি অনুকূলে থাকলে প্রধানমন্ত্রী সুগা এপ্রিলের মাঝামাঝি যুক্তরাষ্ট্র সফর করবেন।

তিনি আরও বলেন, ‘এ সফর হলে প্রধানমন্ত্রী সুগা প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ পাওয়া প্রথম বিদেশি নেতা হবেন বলে আশা করা হচ্ছে।’

মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর এখন পর্যন্ত বাইডেন কোনো বিদেশি নেতার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেননি।

সুগার সফরের সম্ভাবনা নিয়ে ইতোমধ্যে জাপান ও মার্কিন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলেও সরকারিভাবে এ সফরের বিষয়টি নিশ্চিত করা হয়নি।

জাপানের কর্মকর্তারা সুস্পষ্টভাবে জানিয়েছেন, সুগা যতদ্রুত সম্ভব বাইডেনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন। বিশেষ করে চীনের ব্যাপারে উদ্বেগ বেড়ে যাওয়ায় তিনি একটি গুরুত্বপূর্ণ জোটের শক্তি আরও বৃদ্ধি করা নিয়ে আলোচনা করতেই এ সাক্ষাৎ করতে যাচ্ছেন।

তিনি আরও জানান, এ সফরের চূড়ান্ত কর্মসূচি নিয়ে কাজ চলছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া