রাজশাহীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল নারীর

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল নারীর
রাজশাহীতে ট্রাকের ধাক্কায় পারুল বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারুল বেগম শাহ মখদুম থানার বড়বাড়িয়া মহল্লার সেলিম হোসেনের স্ত্রী।

কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, পারুল বেগমের বড় মেয়ের শ্বশুর বাড়ি পদ্মা নদীর ওপারে চর মাজারদিয়াড়ে। সাত বছরের ছোট মেয়ে লাবিবা খাতুনকে নিয়ে পারুল বড় মেয়ের বাড়ি বেড়াতে গিয়েছিলেন। মঙ্গলবার তিনি বাড়ি ফিরছিলেন। কাশিয়াডাঙ্গা মোড়ে এসে তিনি সড়ক পারাপার হচ্ছিলেন।

এ সময় একটি ট্রাক এসে তাকে ধাক্কা দেয়। এতে হাত ধরে ধাক্কা লাবিবা দূরে ছিটকে পড়ে। আর গুরুতর আহত হন পারুল। ঘটনাস্থলেই থাকা পুলিশের একটি গাড়িতে করে দ্রুত পারুলকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটিকে জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে ট্রাকের চালককেও।

তবে পালিয়েছেন হেলপার। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হবে। বর্তমানে নিহতের মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে নেওয়া হয়েছে। দুপুরের মধ্যে ময়নাতদন্ত শেষে পারুল বেগমের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেঁয়াজের দামে শঙ্কায় কৃষক, ক্ষুব্ধ ক্রেতা
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি বন্ধ
তিনদিন সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ
চিটাগাং সিনিয়রস ক্লাবের নতুন প্রেসিডেন্ট বাবলু
স্থলবন্দর এলাকায় মর্টারশেল, ধ্বংস করলো সেনাবাহিনী
রংপুরের তারাগঞ্জ সভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ময়মনসিংহে মালবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪
এক জালে ১৫৯ পোপা মাছ, দাম হাঁকছেন ২ কোটি
রেললাইনের ক্লিপ খুলে নিলো দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা