চাচার হাতুড়ির আঘাতে যুবক নিহত

চাচার হাতুড়ির আঘাতে যুবক নিহত
রাজশাহীর দুর্গাপুরে চাচার হাতুড়ির আঘাতে মাহাবুর রহমান (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (৬ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের পারিলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত মাহাবুর ওই গ্রামের আজাদ আলীর ছেলে।

নিহতের স্বজনরা জানান, গুরুতর আহত অবস্থায় মাহাবুরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের ছোট ভাই মিঠুন আলী জানান, বাড়ির পাশে তাদের পানবরজ রয়েছে। এর পাশে তার চাচা আবু বাক্কার বাড়ি করেছেন। তিনিও এখন পানবরজের ভাগ চান। এ নিয়েই সকালে মারামারি শুরু হয়। এ সময় তার চাচা ও চাচাতো ভাইয়েরা হাতুড়ি দিয়ে মাহাবুরের বুকে আঘাত করেন। এতেই তার মৃত্যু হয়।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসমত আলী বলেন, বিষয়টি মাত্রই শুনলাম। তাই বিস্তারিত জানাতে পারছি না। ঘটনাস্থলে যাচ্ছি। যারা মারধর করেছেন তারা বাড়ি থেকে পালিয়েছেন বলে শুনলাম। নিহতের মরদেহ রামেকের মর্গে ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে। এ নিয়ে হত্যা মামলা হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেঁয়াজের দামে শঙ্কায় কৃষক, ক্ষুব্ধ ক্রেতা
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি বন্ধ
তিনদিন সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ
চিটাগাং সিনিয়রস ক্লাবের নতুন প্রেসিডেন্ট বাবলু
স্থলবন্দর এলাকায় মর্টারশেল, ধ্বংস করলো সেনাবাহিনী
রংপুরের তারাগঞ্জ সভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ময়মনসিংহে মালবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪
এক জালে ১৫৯ পোপা মাছ, দাম হাঁকছেন ২ কোটি
রেললাইনের ক্লিপ খুলে নিলো দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা