স্বস্তির আভাস পুঁজিবাজারে

স্বস্তির আভাস পুঁজিবাজারে
পুঁজিবাজারে গত কয়েক সপ্তাহ ধরে টানা দর পতনের ফলে বিনিয়োগকারীরা অস্বস্থির মধ্যে ছিল। অবশেষে সেই ধারা ভেঙ্গে স্বস্থির দেখা মিলেছে বাজারে। সর্বশেষ সপ্তাহে বাজারে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। একই সাথে বেড়েছে সবগুলো মূল্যসূচক। গত সপ্তাহে সূচকের পাশাপাশি লেনদেনও আগের তুলনায় বেড়েছে। সব মিলিয়ে বাজারে অনেকটা স্বস্তির আভাস দেখা দিয়েছে।

গত সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের সপ্তাহের চেয়ে ৯৯ দশমিক ৩৯ পয়েন্ট বেড়েছে। আগের সপ্তাহে তা ৫৯ দশমিক ৬০ পয়েন্ট কমেছিল। সপ্তাহের শুরুতে এই সূচকের অবস্থান ছিল ৫ হাজার ৪১৬ দশমিক ৩৯ পয়েন্ট। সপ্তাহ শেষে তা ৫ হাজার ৫১৫ দশমিক ৭৮ পয়েন্টে উঠে এসেছে।

গত সপ্তাহে বাজারমূলধনে শীর্ষ ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৪৬ দশমিক ৭৯ পয়েন্ট বেড়েছে।আগের সপ্তাহে সূচকটি ৩৯ দশমিক ৭৮ পয়েন্ট কমেছিল।

অন্যদিকে সপ্তাহের ব্যবধানে শরীয়াহ সূচক ডিএসইএস ২২ দশমিক ৭২ পয়েন্ট কমেছে, যা আগের সপ্তাহে ১৬ দশমিক ৬১ পয়েন্ট কমেছিল।

ডিএসইতে গত সপ্তাহে ৩৬৭ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৯৯ টির, কমেছে ১০০ টির। আর ৬৮ টির দাম ছিল অপরিবর্তিত। অন্যদিকে ৬টি কোম্পানির কোনো শেয়ার কেনাবেচা হয়নি আলোচিত সপ্তাহে।

গত সপ্তাহে বাজারে সবচেয়ে বেশি পরিবর্তন দেখা গেছে লেনদেনে। বাজারে লেনদেনে বেশ গতি এসেছে এ সপ্তাহে ডিএসইতে গড়ে দৈনিক ৭১৯ কোটি ১৯ লাখ টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়েছে, আগের সপ্তাহেও যার পরিমাণ ছিল ৪৬৭ কোটি ৫ লাখ টাকা। সপ্তাহে ব্যবধানে ডিএসইতে দৈনিক গড় লেনদেন কমেছে ৫৩ দশমিক ৯৮ শতাংশ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত