কঙ্গনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

কঙ্গনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে আন্ধেরির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট। জাভেদ আখতারের করা মানহানির মামলায় তার বিরুদ্ধে গত সোমবার (০১ মার্চ) এ আদেশ দেওয়া হয়। একাধিক ভারতীয় গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।

জাভেদ আখতারের করা মামলার পরিপ্রেক্ষিতে সমন জারি করা হয়েছিল কঙ্গনার বিরুদ্ধে। কিন্তু তিনি আদালতে হাজির হননি। যার কারণে গ্রেফতারের নির্দেশ দিয়েছে আদালত। এদিকে কঙ্গনার আইনজীবী ভারতীয় গণমাধ্যমকে জানান, বিষয়টি নিয়ে উচ্চ আদালতে যাবেন তারা। ২৬ মার্চ মামলার পরবর্তী দিন হিসেবে ধার্য করা হয়েছে।

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর স্বজনপোষণ বা নেপোটিজম নিয়ে সরব হয়েছিল পুরো বলিউড। তাদের সঙ্গে সরব হয়েছিলেন কঙ্গনাও। করণ জোহর, আলিয়া ভাটদের পাশাপাশি জাভেদ আখতারের নামে মন্তব্য করেছিলেন কঙ্গনা।

কঙ্গনার অভিযোগ, হৃতিক রোশনের সঙ্গে সম্পর্ক থাকাকালে জাভেদ তাকে বাড়িতে ডেকে হুমকি দিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল তার ওই বক্তব্য। ওই বক্তব্যের কারণেই কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন জাভেদ আখতার।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

অল্পতেই সব শিখে যায় পদ্ম
২১ কোটির ‘অপারেশন জ্যাকপট’ শুরু ২৯ ডিসেম্বর
বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ১০ তারকা
২০০ কোটির ঘরে ‘ডাঙ্কি’
কাটা পড়লো অ্যানিমেলের ‘আপত্তিকর’ ২৭ মিনিট
‘পুলসিরাত’র জন্য দোয়া চান বুবলী
শীতে গলাব্যথা থেকে মুক্তির ঘরোয়া উপায়
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টিভিতে আবারও শুরু হচ্ছে সিসিমপুর
বিটিভি চট্টগ্রাম কেন্দ্রকে আরো আধুনিক করা হবে