সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা

সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা
সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। তবে এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই আঘাত হানার আগেই ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে সিরিয়া।

রোববার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোলান উপত্যকা থেকে দামেস্ক লক্ষ্য করে ইসরায়েল একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়ে বলে সিরিয়ার সরকারি সংবাদমাধ্যমে জানানো হয়েছে। খবর রয়টার্সের।

তবে এই হামলার বিষয়ে কোনো কথা বলতে চাননি ইসরায়েলের সামরিক মুখপাত্র। সম্প্রতি গালফ অফ ওমানে ইসরায়েলের একটি জাহাজে হামলার ঘটনার পাল্টা জবাবে ইসরায়েল এই হামলা চালিয়ে থাকতে পারে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, তাদের পণ্য জাহাজে ইরানই আক্রমণ শানিয়েছিল বলে তার বিশ্বাস। সিরিয়ায় ইরানের দখলদারি ঠেকাতে ইসরায়েল এখন প্রায় প্রতি সপ্তাহেই হানা দিচ্ছে।

সরকারি সংবাদসংস্থা সানা জানিয়েছে, ''ইসরায়েল অধিকৃত গোলান উপত্যকা থেকে দামেস্কের নির্দিষ্ট লক্ষ্যে ক্ষেপণাস্ত্র ছোড়ে। সিরিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম অধিকাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পেরেছে। কোনো ক্ষয়ক্ষতির খবর নেই।'

২০১১ সালের গৃহযুদ্ধের পর থেকে সিরিয়ায় ইরানপন্থি ও হিজবুল্লাহদের লক্ষ্য করে একাধিক আক্রমণ করেছে ইসরায়েল। কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রও সিরিয়া-ইরাক সীমান্তে ইরানপন্থি মিলিশিয়ার ওপর আক্রমণ চালিয়েছিল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া