শ্রীলঙ্কার ক্রিকেট পরিচালক পদে টম মুডি

শ্রীলঙ্কার ক্রিকেট পরিচালক পদে টম মুডি
ক্রিকেট পরিচালক পদে টম মুডিকে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা। এই দায়িত্বে থেকে তিনি দেশটির জাতীয় ও ঘরোয়া ক্রিকেট তদারকি করবেন।

আজ সোমবার (১ মার্চ) থেকে আগামী ৩ বছরে কমপক্ষে ৩০০ দিন তিনি এই দায়িত্ব পালন করবেন।

অরবিন্দ ডি সিলভার নেতৃত্বে গড়া নতুন টেকনিক্যাল অ্যাডভাইজরি কমিটি টম মুডিকে নিয়োগ দিয়েছে। অ্যাডভাইজরি কমিটিতে অরবিন্দর সঙ্গে আছেন মুত্তিয়া মুরালিধরন ও কুমার সাঙ্গাকারা। তারা দুজনই তার অধীনে খেলেছেন।

৫৫ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান ২০০৫ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত কোচের দায়িত্বে ছিলেন। এক যুগেরও বেশি সময় পর দ্বীপরাষ্ট্রে ফিরছেন নতুন দায়িত্ব নিয়ে।

শ্রীলঙ্কা দল ও ঘরোয়া ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনা, ঘরোয়া ক্রিকেটের কাঠামো, ক্রিকেটারদের কল্যাণ, শিক্ষা, দক্ষতা বৃদ্ধি, কোচ ও সাপোর্ট স্টাফের কাঠামো, হাই পারফরম্যান্সসহ তথ্য বিশ্লেষণ নিয়ে কাজ করবেন মুডি।

শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যা-শলি ডি সিলভা বলেন ‘টম আগেও শ্রীলঙ্কায় দায়িত্ব পালন করেছেন এবং তিনি নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। আমি জানি তার জ্ঞানের পরিধি ও দক্ষতা। সে আমাদের খেলাকে আরও মূল্যবান করে তুলবে।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়