সেনাপ্রধানের অপসারণ প্রত্যাখ্যান করলেন আর্মেনিয়ার প্রেসিডেন্ট

সেনাপ্রধানের অপসারণ প্রত্যাখ্যান করলেন আর্মেনিয়ার প্রেসিডেন্ট
আর্মেনিয়ায় রাজনৈতিক সংকট আরও প্রকট রূপ নিয়েছে। গত বৃহস্পতিবার সেনাপ্রধানকে বরখাস্তের নির্দেশ দিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। তবে শনিবার এ সংক্রান্ত আদেশে অনুমোদন দিতে অস্বীকৃতি জানিয়েছেন আর্মেনিয়ার প্রেসিডেন্ট আর্মেন সারগসায়ান। অর্থাৎ, সেনাপ্রধানকে বরখাস্ত বা অপসারণে প্রধানমন্ত্রীর প্রয়াস প্রত্যাখ্যান করেছেন তিনি।

সেনাপ্রধানসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা পাশিনিয়ানকে পদত্যাগের আহ্বান জানানোর পরই ওই বরখাস্তের নির্দেশ দেন সরকারপ্রধান। তবে প্রেসিডেন্টের সম্মতি না পাওয়ায় ওই নির্দেশের বাস্তবায়ন ভেস্তে গেছে।

প্রেসিডেন্ট দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রপতির একমাত্র উদ্দেশ্য সাংবিধানিক আদেশ ও নিরাপত্তা হুমকি থেকে দেশকে রক্ষা করা, রাষ্ট্রের স্থিতিশীলতা এবং সশস্ত্র বাহিনীর কার্যকারিতা নিশ্চিত করা।

প্রধানমন্ত্রীর দফতর থেকে পাঠানো আদেশে স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানিয়ে নিজের আপত্তিসহ এটি ফেরত পাঠান প্রেসিডেন্ট আর্মেন সারগসায়ান।

২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি আর্মেনিয়ার সেনাপ্রধানসহ একদল ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা দেশটির প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের পদত্যাগ দাবির পর দেশটিতে রাজনৈতিক সংকট তৈরি হয়। একপর্যায়ে সামরিক অভ্যুত্থানের ব্যাপারে সতর্কবার্তা উচ্চারণ করেন প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান।

সামরিক বাহিনীর চাপ ছাড়াও নিজের পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের মুখে রয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী। বিক্ষোভের মধ্যেই বৃহস্পতিবার সেনাপ্রধান অনিক গ্যাসপারিয়ানকে বরখাস্তের ঘোষণা দেন তিনি। একইসঙ্গে সেনা সদস্যদের শুধু তার নির্দেশ পালনের আহ্বান জানান তিনি। এখন পাশিনিয়ান সরকার প্রেসিডেন্টের সমর্থন না পাওয়ায় রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হলো।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া