৪২তম বিসিএসে পরীক্ষায় অনুপস্থিত ৩ হাজার ৪৫৩ জন

৪২তম বিসিএসে পরীক্ষায় অনুপস্থিত ৩ হাজার ৪৫৩ জন
৪২তম (বিশেষ) বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শেষ হয়েছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন কেন্দ্রে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ২৭ হাজার ৫৭৩ জন উপস্থিত ছিলেন। শতকরা হিসেবে যা ৮৯ শতাংশ। ফলে ১১ শতাংশ পরীক্ষার্থী হলে যায়নি।

তথ্যমতে, ৪২তম বিসিএসে মোট লিপিবদ্ধ প্রার্থী ছিলেন ৩১ হাজার ২৬ জন। তাদের মধ্যে পরীক্ষার হলে উপস্থিত ছিলেন ২৭ হাজার ৫৭৩ জন। আর অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৪৫৩ জন।

এমসিকিউ পদ্ধতিতে মোট ২০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে মেডিকেল সায়েন্স ১০০, বাংলা ২০, ইংরেজি ২০, বাংলাদেশ বিষয়াবলি ২০, আন্তর্জাতিক বিষয়াবলি ২০, মানসিক দক্ষতা ১০ ও গাণিতিক যুক্তির উপর ১০ নম্বরের প্রশ্ন করা হয়েছিল। পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর দেয়া হবে। আর ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে দশমিক ৫০ নম্বর কাটা যাবে।

সঙ্গত, গত বছরের নভেম্বর মাসে ৪২তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গত বছরের ৭ ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়। এই বিসিএসের মাধ্যমে ২ হাজার সহকারী সার্জন নিয়োগ দেবে পিএসসি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি