স্কটল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডে খেলবে আফগানিস্তান

স্কটল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডে খেলবে আফগানিস্তান
ইংল্যান্ডে অনুষ্ঠেয় ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের আগে স্কটল্যান্ডের মাটিতে দুটি ওয়ানডে ম্যাচ খেলবে আফগানিস্তান। ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহি ম্যালকম ক্যানন আজ এ কথা জানিয়েছেন। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই এই ওয়ানডে চূূড়ান্ত করেছে আফগানরা।

তিনি বলেন, ‘ কেবল আফগানিস্তান নয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলংকাও একটি ওয়ানডে সিরিজ খেলবে। এটি খুবই আনন্দের খবর, গ্রীস্মে টেস্ট প্লেয়িং দু’টি দেশ আমাদের এখানে ওয়ানডে সিরিজ খেলবে। শ্রীলংকা ও আফগানিস্তানের সাথে ওয়ানডে সিরিজ খেলার জন্য মুখিয়ে আছি।’

এডিনবার্গে স্কটল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ম্যাচ দু’টি হবে ৮ ও ১০ মে। এরপর শ্রীলংকা-স্কটল্যান্ড মুখোমুখি হবে ১৮ ও ২১ মে।

প্রায় তিন বছর স্কটল্যান্ড সফরে যাবে আফগানিস্তান। সর্বশেষ ২০১৬ সালের জুুলাইয়ে স্কটল্যান্ড সফর করেছিলো আফগানরা। ঐ সফরেও দু’টি ওয়ানডে খেলেছিলো আফগানিস্তান। প্রথমটি বৃষ্টিতে এবং দ্বিতীয়টিতে ৭৮ রানে জয় পায় আফগানিস্তান।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়