আত্মহত্যা রোধে ‘নিঃসঙ্গতা’ মন্ত্রী নিয়োগ দিল জাপান

আত্মহত্যা রোধে ‘নিঃসঙ্গতা’ মন্ত্রী নিয়োগ দিল জাপান
প্রথমবারের মতো নিঃসঙ্গতা মন্ত্রী নিয়োগ দিয়েছে জাপান। জাপানি নারীদের মধ্যে আত্মহত্যার হার উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় দেশটির সরকার বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে এ বিষয়ে মন্ত্রী নিয়োগ দিল। বিশ্বে প্রথম নিঃসঙ্গতা মন্ত্রী নিয়োগ দিয়েছিল যুক্তরাজ্য।

গত মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা নিঃসঙ্গতা মন্ত্রী হিসেবে তেতসুশি সাকামোতোকে নিয়োগ দেন। সাকামোতো দেশটির জন্মহার কমানো ও আঞ্চলিক অর্থনীতি পুনরুজ্জীবিত করার লড়াইয়ের দায়িত্বও পালন করছেন।

বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ২০২০ সালে জাপানে করোনাভাইরাস মহামারির পুরুষদের মধ্যে আত্মহত্যার হার কিছুটা কমে এলেও উদ্বেগজনকভাবে নারীদের আত্মহত্যা প্রায় ১৫ শতাংশ বেড়ে যায়। ২০১৯ সালের অক্টোবরের চেয়ে ২০২০ সালের অক্টোবরে দেশটিতে নারীদের আত্মহত্যার হার বেড়েছে ৭০ শতাংশেরও বেশি। এমন বাস্তবতায় নিঃসঙ্গতা মন্ত্রী নিয়োগ দিল জাপান সরকার।

নিঃসঙ্গতা মন্ত্রী হয়ে তার মন্ত্রণালয়ের উদ্বোধনী সংবাদ সম্মেলনে সাকামোতো বলেন, ‘আমাদের নারীদের আত্মহত্যার হার বৃদ্ধিসহ অন্যান্য জাতীয় বিষয়ে কাজ করতে প্রধানমন্ত্রী আমাকে নিয়োগ দিয়েছেন। প্রধানমন্ত্রী আমাকে নারীদের আত্মহত্যার বিষয়টি পর্যালোচনা করার নির্দেশ দিয়েছেন। এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে পূর্ণাঙ্গ কৌশল নির্ধারণের দায়িত্ব দিয়েছেন। আমাদের নাগরিকদের মধ্যে সামাজিক নিঃসঙ্গতা ও বিচ্ছিন্নতা দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবো আশাবাদী।’

উন্নত বিশ্বের দেশগুলোর মধ্যে জাপানে আত্মহত্যার হার সবচেয়ে বেশি। তবে গত এক দশকে আত্মহত্যার ঘটনা কমিয়ে এনেছিল দেশটি। এ হার অন্তত এক-তৃতীয়াংশ কমিয়ে ফেলার সাফল্য দেখায় জাপান।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া