রেমিট্যান্সের উচ্চ প্রবৃদ্ধিতে নতুন উচ্চতায় রিজার্ভ

রেমিট্যান্সের উচ্চ প্রবৃদ্ধিতে নতুন উচ্চতায় রিজার্ভ
করোনা পরিস্থিতির মধ্যেও প্রবাসী আয়ের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।এরই ধারাবাহিকতায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। আজ দিন শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমান দাঁড়িয়েছে ৪৪ দশমিক ০২ বিলিয়ন ডলার।রেমিট্যান্সের উচ্চ প্রবৃদ্ধিই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভের এ নতুন তথ্য জানানো হয়েছে।

তথ্য মতে, চলতি মাসের ২৩ দিনে রেমিটেন্স এসেছে এক দশমিক দুই পাঁচ বিলিয়ন ডলার। গত কয়েক মাসের প্রতিমাসে যার পরিমাণ ছিল ২ বিলিয়ন ডলার।

এদিকে বর্তমানে বাংলাদেশী মুদ্রায় রিজার্ভের পরিমাণ প্রায় ৩ লাখ ৭৪ হাজার কোটি টাকা। বর্তমান রিজার্ভ দিয়ে দেশের প্রায় এক বছরের আমদানি ব্যয় নির্বাহ করা সম্ভব।

এর আগে প্রথম রিজার্ভের পরিমাণ ৪ হাজার ৩০০ কোটি (৪৩ বিলিয়ন) ডলার ছাড়ায় গত বছরের ১৫ ডিসেম্বর। এর পর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি দায় পরিশোধের ফলে রিজার্ভ কিছুটা কমে গেলেও জানুয়ারি থেকে রিজার্ভ আবার বাড়তে শুরু করে।

করোনাভাইরাসের তাণ্ডবে বড় ধাক্কা খায় দেশের আমদানি খাত। ২০১৯-২০ অর্থবছরে আমদানি কমেছিল ৮ দশমিক ৫৬ শতাংশ। আর চলতি অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) আমদানি ৬ দশমিক ৮০ শতাংশ কমেছে। অন্যদিকে ব্যবসা, ভ্রমণ, চিকিত্সাসহ বিভিন্ন কারণে বাংলাদেশীদের বিদেশ যাত্রায় স্থবিরতা বিরাজ করছে।

এ পরিস্থিতির মধ্যেই দেশের প্রবাসী আয় বা রেমিট্যান্স ধারাবাহিকভাবে বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) দেশে প্রবাসী আয় এসেছে ১ হাজার ৪৯০ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৪ দশমিক ৯৫ শতাংশ বেশি। চলতি ফেব্রুয়ারিতেও আগের চেয়ে বেশি রেমিট্যান্স আসছে। ১-২৩ ফেব্রুয়ারি দেশে রেমিট্যান্স এসেছে ১৪৯ কোটি ডলার।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ