চবি ভর্তি পরীক্ষার আবেদনে যোগ্যতায় বাড়ছে জিপিএ

চবি ভর্তি পরীক্ষার আবেদনে যোগ্যতায় বাড়ছে জিপিএ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে। চারটি ইউনিটের সম্ভাব্য পরীক্ষা আগামী ২২ জুন থেকে ৮ জুলাইয়ের মধ্যে হবে।

ডিনস কমিটির সভার সিদ্ধান্ত নিয়ে আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ভর্তি কমিটির সচিব এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চারটি ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২২ জুন থেকে ২৪ জুন, ২৮ জুন থেকে ১ জুলাই ও ৫ জুলাই থেকে ৮ জুলাইয়ের মধ্যে নেওয়া হবে।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান সিভয়েসকে বলেন, ‘ডিনস কমিটির প্রাথমিক সিদ্ধান্তে ২২ জুন থেকে ৮ জুলাইয়ে মধ্যে তিনটি স্লটে বা সময়ে পরীক্ষাগুলো নেওয়া হবে। তবে এটি চূড়ান্ত অনুমোদনের জন্য কেন্দ্রীয় ভর্তির কমিটির অনুমোদন লাগবে।’

তিনি আরও বলেন, ‘দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। চবির ভর্তি পরীক্ষা তারিখ যেন অন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একই দিনে না পরে, সেজন্য তিনটি সময়ে সম্ভাব্য পরীক্ষাগুলো হবে। চূড়ান্ত কমিটির সিদ্ধান্তেও পরীক্ষাগুলো একইভাবে হওয়ার সম্ভাবনা আছে।'

এবারের ভর্তি পরীক্ষায় চারটি ইউনিটে (ক,খ, গ ও ঘ) হবে। আর আবেদনের যোগ্যতার জিপিএ বাড়ানোর প্রস্তাব রয়েছে। তবে কতটুকু বাড়ানো হবে তা কেন্দ্রীয় ভর্তির কমিটির সভায় নির্ধারণ হবে বলে জানান এস এম মনিরুল হাসান।

সভা সূত্রে জানা গেছে, সরাসরি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। কয়েক পালায় এ পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। ২২ থেকে ২৪ জুন, ২৮ জুন থেকে ১ জুলাই ও ৫ থেকে ৮ জুলাই পর্যন্ত তিন ধাপে সব কটি ইউনিটের পরীক্ষা হবে। গত বছর ৪টি ইউনিট ও ২টি উপ-ইউনিটে ভর্তি পরীক্ষা হয়েছে। এবারও সমসংখ্যক ইউনিট ও উপ–ইউনিটে পরীক্ষা নেওয়ার চিন্তা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গতবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ১২০ নম্বরের। এর মধ্য ১০০ নম্বর নৈর্ব্যক্তিক প্রশ্ন আর ২০ নম্বর যোগ হয় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থেকে। তবে এবার ২০ নম্বর ঠিক কীভাবে যোগ হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। অবশ্য বাকি ২০ নম্বর কীভাবে যুক্ত হবে, আবেদনের যোগ্যতা কী হবে—এসব বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে অনুষদ আছে ৯টি, বিভাগ ৪৮টি ও ইনস্টিটিউট রয়েছে ৬টি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি