নাটোরে বাসচাপায় পুলিশ কর্মকর্তা নিহত

নাটোরে বাসচাপায় পুলিশ কর্মকর্তা নিহত
নাটোরে বাসচাপায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৭টায় শহরের হরিশপুর এলাকায় বড়হরিশপুর শ্মশান গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ কর্মকর্তার নাম বিঞ্চুপদ পাল (৩৮)। তিনি নাটোর কোর্ট পুলিশ বিভাগে সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) পদে কর্মরত ছিলেন। তার বাড়ি বগুড়া সদর থানার সেকেরকোল গ্রামে।

নাটোর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন জানান, সকালে এএসআই বিঞ্চুপদ শহরের হরিশপুর এলাকায় অবস্থিত পুলিশ লাইনস থেকে বের হয়ে পায়ে হেঁটে শহরের দিকেযাচ্ছিলেন। এসময় পেছন থেকে একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, পুলিশসহ ফায়ার সার্ভিসের সদস্যরা সড়কের পাশ থেকে আহত বিষ্ণুপদকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে বেলা ১১টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এছাড়া পুলিশ সুপার লিটন কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘাতক বাস ও চালককে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেঁয়াজের দামে শঙ্কায় কৃষক, ক্ষুব্ধ ক্রেতা
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি বন্ধ
তিনদিন সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ
চিটাগাং সিনিয়রস ক্লাবের নতুন প্রেসিডেন্ট বাবলু
স্থলবন্দর এলাকায় মর্টারশেল, ধ্বংস করলো সেনাবাহিনী
রংপুরের তারাগঞ্জ সভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ময়মনসিংহে মালবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪
এক জালে ১৫৯ পোপা মাছ, দাম হাঁকছেন ২ কোটি
রেললাইনের ক্লিপ খুলে নিলো দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা