চার ঘণ্টা পর সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালু

চার ঘণ্টা পর সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালু
চাবি হারিয়ে যাওয়ায় বন্ধ থাকার চার ঘণ্টা পর ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেন চলাচল শুরু হয়েছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ছয়টার দিকে চাবি হারিয়ে যাওয়ায় ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যেতে পারেনি। বাজার স্টেশনে আটকা পড়ে ট্রেনটি। চার ঘণ্টা পর সকাল ১০টার দিকে বিকল্প ব্যবস্থায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। দীর্ঘ সময় বন্ধ থাকায় বিপাকে পড়েন ট্রেনটির যাত্রীরা।

কয়েকজন যাত্রী জানিয়েছিলেন, সকাল ৬টার দিকে সিরাজগঞ্জের বাজার স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছাড়ার কথা ছিল ট্রেনটির। কিন্তু হঠাৎ করে চাবি হারিয়ে যাওয়ায় ট্রেনটি বন্ধ হয়ে যায়। এতে তাদের ভোগান্তিতে পড়তে হয়।

স্টেশন মাস্টার জানান, বিকল্প ব্যবস্থায় অন্য একটি ইঞ্জিনের সাহায্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি জামতৈলে নেয়া হচ্ছে। সেখান থেকে বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে চাবি নিয়ে তারপর সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু